India & World UpdatesSportsBreaking News
আইসিসির নিদান, বাংলাদেশের সাকিব ২ বছরের জন্য নিষিদ্ধ
ICC bans Bangladesh star cricketer Shakib for 2 years

২৯ অক্টোবরঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করল। মঙ্গলবার সাকিবের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বছর দুয়েক আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক বুকির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সেই প্রস্তাব তিনি নস্যাৎও করে দিয়েছিলেন। কিন্তু আইসিসি-র নিয়ম হল, বুকিদের কাছ থেকে কোনও প্রস্তাব পেলে আইসিসি বা সংশ্নিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কর্তাদের তা জানানো বাধ্যতামূলক। কিন্তু বুকির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরে সাকিব গোটা ব্যাপারটাই গোপন করে যান। এর জন্যই তাঁর উপরে নির্বাসনের খাঁড়া নেমে এল।
শাস্তি ঘোষণার পরে সাকিব বলেন, ‘‘যে খেলাটা আমি ভালবাসি, সেই খেলা থেকে নির্বাসিত হওয়ায় আমি সত্যিই দুঃখিত। আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা আমি গোপন করে যাই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেটার ও অন্যান্য ভক্তদের মতোই আমিও চাই ক্রিকেট সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা খেলা হোক। আইসিসি-র দুর্নীতি দমন শাখার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি যে ভুল করেছি, উঠতি ক্রিকেটাররা যাতে আমার মতো ভুল না করে, সেই দিকে আমি নজর দেব।’