NE UpdatesBarak Updates
এমপি হবো ভাবিনি কখনও, লিখেছেন ডা. রাজদীপ রায়I liked politics but never thought that I will become MP, writes Dr. Rajdeep Roy
।।ডা.রাজদীপ রায়।।
১৬ আগস্টঃ সাংসদ হবো, এতটা আশা করিনি কখনও। ওই ঐতিহাসিক দালানবাড়িটিতে আমার জন্যও একটা আসন বরাদ্দ থাকবে, আমার ভাবনা ছাড়িয়ে। ভারতের সংসদ ভবনে আমি বসব! একটা শিহরণ জাগছিল প্রথম ঢোকার মুহূর্তটায়। তাকিয়ে দেখছিলাম, ওই তো প্রধানমন্ত্রীর চেয়ার। কিছুক্ষণ পরেই ওখানে এসে বসবেন নরেন্দ্র মোদিজি। ওই চেয়ারেই বসেছিলেন অটলবিহারী বাজপেয়ী। যে দলের হোন, তখন মনে পড়ল জওহরলাল নেহরুর কথা। দেশের প্রথম প্রধানমন্ত্রী ওখানেই বসেছিলেন! দেখছিলাম বিরোধী দলনেতার আসনটিও। কত তাবড় তাবড় নেতারা সেখানে বসে দেশবাসীর সমস্যা তুলে ধরেছেন। তাকিয়ে দেখি অধ্যক্ষের আসনের দিকে। কত মর্যাদাপূর্ণ ওই আসন !
শুনতে যেমনই লাগুক, সত্যি বলছি, তখন আমার মন চাইছিল, চেয়ারগুলি ছুঁয়ে একবার প্রণাম করে আসি। কিন্তু তা তো তখন হবে না। ওখানে সবকিছু চলে একটা নিয়মের ভেতরে। একেবারে ছক কষে। তাই মনে মনেই তিনটি চেয়ারের উদ্দেশে প্রণাম সেরে নিই। পরে এগোই নিজের আসনের দিকে। এগোচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, মাত্র ৫৪২জন মানুষ এখানে বসে গোটা দেশের নীতি নির্ধারণ করবেন! আমিও তাঁদের একজন!
আবারও উল্লেখ করছি, এমপি হবো ভাবিনি। বাবাকে এমএলএ হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছি। ঘরে রাজনীতির নানা বিষয়ে নিয়মিত চর্চা হতো। ছোটবেলা থেকেই সে সব শুনতাম। কিন্তু তখনও আজকের দিনটিকে কল্পনা করিনি। তবে শিহরণ জাগা মুহূর্তটি বেশি সময় ভোগ করতে পারিনি। পরক্ষণেই যখন দায়দায়িত্বের কথা মাথায় এলো, তখনই মনে হতে লাগল, এলাকাবাসীর দুঃখ-দুর্দশার কথা এখানে তুলে ধরতে হবে। বিরাট দায়িত্ব আমার।
শুধু শিলচর বা অসম নয়, গোটা উত্তর-পূর্বাঞ্চল নানাদিক থেকে উপেক্ষিত। আমাকে পুরো অঞ্চলটিকে মূলস্রোতে যুক্ত রাখতে হবে। তাই সাংসদ হিসেবে আমার দায়িত্ব বললে, ১. নিজের এলাকার উন্নয়ন ২. উত্তর-পূর্বকে মূলস্রোতে জড়িয়ে রাখা এবং ৩. সু-শাসন প্রতিষ্ঠার জন্য নীতি নির্ধারণে সহায়ক শক্তি হয়ে ওঠা।
(আগামী পর্বে——সাংসদরা শুধু ঝগড়াই করে, এ ভুল ভাঙল)
।।অনুলিখন।।
My expectation is to see you as one of the best MP who will represent the entire North East towards development.
We shall convey your message to him, madam. Please keep supporting to way2barak