Barak UpdatesBreaking News

গৌতম রায়কে নিয়ে কখনও আগ্রহ দেখাইনি, লিখেছেন ডা. রাজদীপ রায়
I have never showed any interest on Gautam Roy, writes Dr. Rajdeep Roy

।।ডা. রাজদীপ রায়।।

নাগরিকত্ব সংশোধনী বিল আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে, এই অঞ্চলে বিভিন্ন নির্বাচনী ইস্যুর মধ্যে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যেখানে সুযোগ পাচ্ছি, আমি এ নিয়ে আমাদের প্রতিশ্রুতির কথা নেতাদের মনে করিয়ে দিচ্ছি। সাংসদ নির্বাচিত হয়েই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে বলেছি। কিছুদিন আগেও এ নিয়ে নেডা-র চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমার আলোচনা হয়। নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি নিয়ে কথা বলেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। সবাই বলেছেন, বিজেপি দল এবং মোদি সরকার এ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী অধিবেশনেই তা উত্থাপিত হবে বলে আমি মনে করি। আর এ বার তার আইনে পরিণত হওয়া নিয়ে কোনও সংশয় নেই।

আরও একটা ব্যাপার আমি স্পষ্ট করে দিতে চাই। গৌতম রায়কে নিয়ে আমি কখনও আগ্রহ দেখাইনি। তাঁকে কখনও ফোন করিনি। এ নিয়ে কিছুদিন ধরে দলের ভেতরে-বাইরে অনেকে প্রশ্ন করছেন। আমি নিশ্চিত, তিনি যে মাপের নেতা হোন না কেন, বিজেপিতে দলের আদর্শ ও দর্শন মেনে এগোতে হবে।

তাঁকে ছোটবেলা থেকে চিনি। তাঁর হাঁটাচলা, কথাবলার বিশেষ ধরন রয়েছে। কিন্তু বিজেপিতে আসার পর বিজেপির চশমাতেই দেখতে হবে সবকিছু। সকলের মন জয় করে চলতে হবে। বিজেপি চিন্তাচর্চার একটি বিশেষ পথ রয়েছে। একে বুঝতে হবে। তাহলেই তাঁকে নিয়ে দলের লাভ হবে এবং দলে আসায় তাঁরও উপকার হবে।

আমি আরও একটা জিনিষ মনে করি, দলে যারা এসেছেন, আসছেন ঠিক আছে। কিন্তু কাউকে ডেকে আনার ব্যাপার নেই। কারণ যারা রাজনীতি করতে চান, তাঁদের কাছে দল কোথায়! কেন্দ্রে যে ভাবে কাজ চলছে, বিজেপির বিরুদ্ধে মঞ্চ গঠন এখন আর সম্ভব নয়। এ শুধু কোনও এক-দুই রাজ্যের চিত্র নয়। সারা দেশ জুড়ে একই অবস্থা। কংগ্রেস নেতৃত্বহীন। বামেরা অস্তিত্বহীন। তৃণমূল কংগ্রেস হল্লা পার্টি। বিজেডি বুদ্ধিমানদের দল। তাঁরা গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে বিজেপির পাশে রয়েছে। দক্ষিণী দলগুলিও আমাদেরই সঙ্গে। ফলে এখন কারও পক্ষে বিজেপি-র বাইরে থাকা মুশকিল। (সমাপ্ত)

।।অনুলিখন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker