Barak UpdatesBreaking News

মানব শৃঙ্খল গড়ে মুখ্যমন্ত্রীর সফরে প্রতিবাদ জানাবে কাগজ কল অ্যাকশন কমিটি
Human Chain to be formed for protest during CMs visit by Paper Mill Action Committee

২ ডিসেম্বর : সড়ক অবরোধ ও বরাক বনধ-এ জনসমর্থন পেলেও বন্ধ হয়ে থাকা কাগজ কল চালু করার ব্যাপারে এ পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি সরকার। তার ওপর একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফের বরাকে ভোট চাইতে আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করে রাজ্য সরকারকে এভাবেই আক্রমণ করেছে এইচপিসি পেপার মিল রিভাইবেল অ্যাকশন কমিটি।

Pic Credit:Eagle

রবিবার শিলচরে রিভাইবেল অ্যাকশন কমিটির কর্মকর্তারা চাঁছাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন। নতুন আন্দোলনের কথা জানিয়ে অ্যাকশন কমিটির পক্ষে মানবেন্দ্র চক্রবর্তী বলেন, কাছাড় ও নগাঁও কাগজ কলের প্রস্তাবিত রিভাইবেল প্যাকেজ প্রধানমন্ত্রীর দফতর থেকে না মঞ্জুরি পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে সর্বাবস্থায় বর্জন ও পরিত্যাগ করা হবে। এর অঙ্গ হিসেবে আগামী ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর বরাক সফরের সময় মানব শৃঙ্খল গঠন করে পাঁচগ্রাম ও ধলেশ্বরী পয়েন্টে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হবে।

তিনি আরও বলেন, দুটি কাগজ কল মিলিয়ে এ পর্যন্ত ৪৭ জন মারা গিয়েছেন এবং দু’জন আত্মহত্যা করেছেন। এই শ্রমিক কর্মচারীদের অকাল মৃত্যুর প্রতিবাদে প্রত্যেক কর্মচারীর বাসস্থান এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতায় লাগাতার মোমবাতি প্রজ্বলন ও শোকমিছিলের আয়োজন করা হবে। এই কর্মসূচি বেশ কয়েকদিন ধরে চলবে। মানবেন্দ্রবাবু বলেন, প্রধানমন্ত্রী তাঁর দফতরে দুটি কাগজ কলের জন্য টাকা পড়ে থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নিচ্ছেন না। অথচ তিনি গুজরাটের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মধ্যপ্রদেশের পেপার মিল চালু করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন। এর অর্থ হল, প্রধানমন্ত্রী আসামের জনগণকে অবহেলা করছেন। তাঁর অভিযোগ, আসামের শিল্পকে চুরমার করে দিয়ে বহিরাগত শিল্পপতিদের হাতে এই দুটি প্রতিষ্ঠান তুলে দিতে চাইছেন।

তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্য বিধানসভার নির্বাচনের আগে কালীনগরে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে এই দুটি কাগজ কলকে পুনরুজ্জীবিত করা হবে। নমামি উতসবে মুখ্যমন্ত্রীও একইভাবে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কিন্তু কিছুই হয়নি। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিথ্যাচারিতার আশ্রয় নিয়েছেন। এখন আবার মুখ্যমন্ত্রী আগের প্রতিশ্রুতি পূরণ না করেই ফের ভোট চাইতে আসছেন। তারা এই সফরকে ধিক্কার জানাবেন বলেও এ দিন উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker