Barak UpdatesBreaking News
বাদ্রিপার থেকে উদ্ধার প্রচুর নেশার ট্যাবলেট
Huge quantity of drugs tablet recovered from Badripar, 1 woman arrested

২৪ ফেব্রুয়ারি : এ বার কাছাড় জেলার বাদ্রিপার থেকে উদ্ধার হল নেশার ট্যাবলেট।এই ট্যাবলেটগুলো উদ্ধারের পাশাপাশি শিলচর সদর পুলিশ সোমবার এর সঙ্গে জড়িত এক মহিলাকে আটক করেছে। ধৃত মহিলা সাজিদা বেগম, বয়স ৪৩। এই মহিলার কাছ থেকে প্রায় সাড়ে নয় হাজার ট্যাবলেট উদ্ধার হয়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার বিকেলে বাদ্রিপার এলাকায় জনৈক আব্দুল নাসিরের বাড়িতে হানা দেয়। এই বাড়ি থেকেই পুলিশ প্রচুর সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সঙ্গে পুলিশ আব্দুল নাসিরের স্ত্রী সাজিদাকে আটক করে নিয়ে আসে।পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল সেটও উদ্ধার করেছে।