Barak UpdatesCultureBreaking News
মহাসপ্তমী জমজমাট, থিম সঙে সাড়া ফেলল অম্বিকাপুর পূর্বপাড়ার পুজোHuge crowd turn up on Saptami at Ambikapur Purbapara, theme song applauded by all
৫ অক্টোবর : ‘আমার পাড়া সেরা পাড়া, অম্বিকাপুর পূর্বপাড়া’ গানটি এবারের পুজো হিট। পঞ্চমী, ষষ্ঠী কিংবা মহাসপ্তমী, দর্শনার্থীদের মুখে মুখে গানের একেক পংক্তি। গানটি কোনও সিডি সংকলনের নয়, পুজো কমিটির থিম সং এটি।
অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজার শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত গানটি ইতিমধ্যে বহু জনপ্রিয়তা পেয়েছে। অদিতি মুন্সি ছাড়াও জি বাংলা সারেগামাপা-র নামি ক’জন শিল্পী কন্ঠ দিয়েছেন গানটিতে। সুরে সুরে এই থিম সং-কে শ্রুতিমধুর করেছেন ‘দলছুট’ ও ‘দোহার’-এর শিল্পীরা। স্থানীয় শিল্পীদের মধ্যে পুজো কমিটির সদস্য বিক্রমজিত বাউলিয়াও অসাধারণ গেয়েছেন। ভিডিও চিত্রায়নও প্রশংসার দাবি রাখে। যেখানে বিভিন্নভাবে মূলত সাংস্কৃতিক ভাবনারই মূল্যায়ন হয়েছে। সম্মান প্রদর্শন করা হয়েছে প্রত্যেকের অংশগ্রহণকে।
পঞ্চমী থেকেই সুসজ্জিত আকর্ষণীয় মণ্ডপ, সোনা-রুপোর অলংকারে সাজানো প্রতিমা দেখতে দর্শনার্থীদের লম্বা লাইন লেগে যায়। কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরির হাত ধরে মণ্ডপ উদ্বোধন হয়। এরপরই বড় স্ক্রিনে থিম সং আনুষ্ঠানিকভাবে রিলিজ হয়। এরই ফাঁকে ঢাকির দলের মনকাড়া বাদন দেখেন সবাই। পঞ্চাশেরও বেশি বয়স্ক মহিলাকে পরিবার, পাড়া সহ এই পুজো আয়োজনে বছর বছর উল্লেখযোগ্য অবদান রাখায় সম্মান জানানো হয় কমিটির তরফে।
এদিকে মহাসপ্তমীর দিন মহাপ্রসাদ গ্রহণ করেন পুজোপ্রেমীরা। সন্ধে হতেই পুজোমণ্ডপে জনস্রোত আছড়ে পড়ে। যদিও স্বেচ্ছাসেবকরা ভিড় সামাল দিতে ব্যস্ত ছিলেন। পাশের মঞ্চে হরিয়ানা থেকে আসা দলটি একনাগাড়ে মনকাড়া বাজনায় সবাইকে মাতিয়ে রেখেছেন। এরই মধ্যে পাড়ার কয়েকজন অত্যুতসাহী মহিলাকে দেখা গেছে মঞ্চে ঢাকের তালে তালে নেচে উঠেছেন। সব মিলিয়ে মহাসপ্তমী জমজমাট ছিল শতবর্ষের এই পুজোয়। মহাষ্টমী ও মহানবমীতেও হবে প্রসাদ বিতরণ। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও, জানান কমিটির কর্মকর্তারা।