Barak UpdatesBreaking News
HSLC to begin from Monday, administration preparedসোমবার থেকে মাধ্যমিক, প্রস্তুত প্রশাসন
৮ ফেব্রুয়ারি: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা শুরু হচ্ছে৷ ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ দুই পরীক্ষাকেই সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কাছাড়ের জেলাশাসক জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে ম্যাজিস্ট্রেট নিয়োজিত করেছেন l
মাধ্যমিক স্তরের পরীক্ষাকেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন শিলচর রংপুর বিসি রায় স্কুল, শিলচর সরকারি বালক বিদ্যালয়, এবং কাশীপুর ভি বি পি হাইস্কুলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বার্নওয়াল (8822922422 ), উধারবন্দ, লেবুরবন্দ এবং বড়খলার পরীক্ষাকেন্দ্রে সার্কেল অফিসার কুলদীপ হাজারিকা (9854180171 ), ভরাখাই হাই স্কুল, শিলচর নরসিংস্কুল, সিঙ্গারি নেহেরু স্কুল, পিসি বড়জালেংগা, শ্রীকোণা, অরুণাচল জিলকদর আলী পরীক্ষাকেন্দ্রে সার্কেল অফিসার ডি পাঠক (9101323770 ), ধলাই ,ভাগাবাজার, দর্মিখাল, কাবুগঞ্জ, সোনাবাড়িঘাট ,কচুদরম, নরসিংপুর ও সোনাই এলাকার কেন্দ্রগুলোতে সার্কেল অফিসার জে, ভেইপেই (7636979764 ), কাটিগড়া বলেশ্বর স্কুল, গণিরগ্রাম , বিহারাবাজার, কালাইন, কাটিগড়া এবং বড়যাত্রাপুর পরীক্ষা কেন্দ্রগুলিতে সার্কেল অফিসার জিতেন টেইড (9755093935 ), বাঁশকান্দি, বিন্নাকান্দি, রুপাইবালি, লক্ষ্মীপুর, পয়লাপুল রাজাবাজার এবং ডলুগ্রাম এলাকার কেন্দ্রগুলোতে সার্কেল অফিসার প্রদীপ গুপ্তকে (87538 72013 ) নিয়োজিত করা হয়েছে
অনুরূপভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে নিয়োজিত করা হয়েছে শিলচরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বার্নওয়াল, বড়খলা এলাকায় কুলদীপ হাজারিকা, লক্ষ্মীপুর এলাকায় প্রদীপ গুপ্ত, শিলচর এলাকায় ডি পাঠক, সোনাই এলাকায় জে ভেইপেই, এবং কাটিগড়ায় থাকবেন জিতেন্দ্র টেইড l