NE UpdatesAnalyticsBreaking News
১ থেকে ১৫ আগস্টের মধ্যে আসামে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, ইঙ্গিত শিক্ষামন্ত্রীরHSLC, HS may take place in Assam from 1 to 15 August, hints Edu Minister
৮ জুন : করোনা মহামারির জন্য সিবিএসই সহ দেশের ১৩টি রাজ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিলেও আসামে খুব সম্ভব এই পরীক্ষা বাতিল হচ্ছে না। মঙ্গলবার শিক্ষামন্ত্রী রণোজ পেগু ইঙ্গিত দিয়েছেন, রাজ্যে ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে বোর্ড পরীক্ষা হতে পারে। তিনি সঙ্গে এও বলেছেন, পরীক্ষার ফল ৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রণোজ পেগু বলেন, স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত নীতি নির্দেশিকা এলেই রাজ্য সরকার এ ব্যাপারে একটি এসওপি প্রকাশ করবে। পরীক্ষা কেন্দ্রগুলোও কড়া কোভিড প্রটোকল মেনে প্রস্তুত করা হবে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই গ্রহণ করা হবে। মন্ত্রী আরও বলেন, পরীক্ষা হবে কম সংখ্যক বিষয়ে। এ ক্ষেত্রে পরীক্ষার সময়ও কমিয়ে আনা হতে পারে। তিনি এও বলেছেন, স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি জুলাইয়ের মধ্যে স্বাভাবিক হওয়া কোনভাবেই সম্ভব নয়। সেজন্য এই পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করা উচিত হবে না। তবে ৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়ে যাবে।