Barak UpdatesBreaking News
১ জুলাই থেকে শুরু মেট্রিক কম্পার্টমেন্টাল পরীক্ষাHSLC Compartmental exam to start from 1 July
১১ জুন : আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে হাইস্কুল শিক্ষান্ত কম্পার্টমেন্টাল পরীক্ষার সূচি ঘোষণা করেছে। সেবার পরীক্ষা নিয়ন্ত্রক নয়নজ্যোতি শর্মা ১০ জুন এই পরীক্ষার সূচি প্রকাশ করেন। পরীক্ষার সূচি অনুযায়ী ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সেবার ঘোষণা করা এই পরীক্ষার সূচি অনুযায়ী ১ জুলাই সাধারণ গণিত, ২ জুলাই সকালে আধুনিক ভারতীয় ভাষা অর্থাৎ এমআইএল এবং এরাবিক লিটারেচার, হিন্দি, কম্পিউটার সায়েন্স, পার্সিয়ান ও এরাবিক, ৩ জুলাই সমাজবিজ্ঞান, ৪ জুলাই সকালে ইংরেজি ও বিকেলে গারমেন্ট ডিজাইনিং, মিউজিক, উড ক্রাফট ও ফাইন আর্টস, ৫ জুলাই সাধারণ বিজ্ঞান এবং ৬ জুলাই ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাসমূহ সকাল ৯টা থেকে দুপুর ১২ টা এবং বিকেলে দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, সেবার প্রকাশ করা পরীক্ষার সূচিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অন্যান্য বৈদ্যুতিন সাজ-সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।