Barak UpdatesBreaking News

বরাকের পূর্ত কর্মীদের প্রতি অসন্তুষ্ট হিমন্ত
Himanta expresses displeasure towards the PWD employees of Barak Valley

৮ নভেম্বর: বরাক উপত্যকায় কাড়ি কাড়ি টাকা ঢাললেও উন্নয়নের মুখ দেখা যায় না৷ এভাবেই তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কমান্ড ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ শুক্রবার তিনি করিমগঞ্জ সিভিল হাসপাতালে মা ও শিশুর জন্য ১০০ শয্যার নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করতে করিমগঞ্জে এসেছেন৷

Rananuj

এই উপলক্ষে আয়োজিত সভায় হিমন্ত নিজের পূর্ত বিভাগের অফিসার-কর্মীদের প্রতিই ক্ষোভ ঝাড়েন৷ তাঁর বিভাগেই যে সবচেয়ে বেশি সমস্যা, এর উল্লেখ করে মন্ত্রী আক্ষেপ ব্যক্ত করেন, রাস্তার জন্য কম টাকা দেওয়া হয়নি বরাকে৷ কিন্তু যেদিকে যাওয়া যায়, ভাঙাচোরা রাস্তা৷ এর কারণ কী, তাও তিনি একটা অনুসন্ধান করেছেন৷ বলেন, দুর্নীতিকেই আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে একাংশ মানুষ৷ তাদের শুধু খাইখাই৷

হাসপাতালের জনসভা সেরে মন্ত্রী মালিডহরে ছুটে যান৷ নির্মীয়মান রাস্তার কাজ পরিদর্শন করেন৷ এর আগেই অবশ্য মন্ত্রী বরাক উপত্যকার পূর্ত বিভাগের কর্মীদের একহাত নেন৷ করিমগঞ্জ জনসভায় কিছু পদস্থ কর্মীর সাসপেনসনেরও ইঙ্গিত দেন তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker