Barak UpdatesBreaking News
২৩ সেপ্টেম্বর হিমন্ত বরাক সফরে আসছেন
Himanta Biswa Sarma to come on Barak Tour on 23 September

১৪ সেপ্টেম্বরঃ আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্যের স্বাস্থ্য, পূর্ত ও অর্থমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে আসছেন। এই সফরে তিনি কাছাড় ও করিমগঞ্জ দুই জেলায় যাবেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিতে অংশ নেবেন। হিমন্ত বিশ্ব করিমগঞ্জ সিভিল হাসপাতালের একটি নতুন দালানবাড়ির উদ্বোধন করবেন। ফিরে এসে ৩৭০ ধারা নিয়ে বক্তৃতা করবেন। একই ইস্যুতে মোট ১৪ সংসদীয় আসনে ১৪টি বক্তৃতানুষ্ঠান করছে প্রদেশ বিজেপি। হিমন্তবাবু শিলচর সংসদীয় আসনের জন্য নির্ধারিত বক্তা।