SportsBreaking News
বন্যার্তদের সাহায্যে অর্ধেক মাসের বেতন দিলেন হিমা
Hima Das to donate her half month’s salary for flood victims

১৬ জুলাই : রাজ্যের প্রলয়ঙ্করী বন্যায় আসামের জনগণকে সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই মুক্তভাবে দান করেন। রাজ্য সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে ধিং এক্সপ্রেস হিমা দাস মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের অর্ধেক মাসের বেতন প্রদান করেন। দেশের উদীয়মান এই তারকা’র এ ধরনের পদক্ষেপ স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে।
নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে হিমা দাস অাসামের এই বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে রাজ্যের এই সংকটের সময়ে বড় ধরনের কর্পোরেট গোষ্ঠী ও ব্যক্তিদের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। হিমা বর্তমানে চেক প্রজাতন্ত্রে রয়েছেন। প্রসঙ্গত, নিজের চোট কাটিয়ে উঠে হিমা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দর্শনীয় প্রদর্শন করেছেন। দুর্দান্ত প্রদর্শনের জন্য তিনি গত সপ্তাহের মধ্যেই তিনটি স্বর্ণপদক লাভ করেছেন।