Barak UpdatesAnalyticsBreaking News

পৃথক বরাকের দাবি থেকে সরে দাঁড়ালেন প্রদীপ

পৃথক বরাকের দাবি উত্থাপনের পক্ষকালের মধ্যে সরে দাঁড়ালেন প্রাক্তন ছাত্রনেতা প্রদীপ দত্তরায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, এখনই তিনি কোনও আন্দোলনে যাচ্ছেন না। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁকে ডেকে জানিয়েছেন, বরাক-ব্রহ্মপুত্রকে তিনি সমদৃষ্টিতে দেখেন। উভয় উপত্যকার উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর প্রতিশ্রুতিতে প্রদীপবাবু আশাবাদী। তিনি মনে করেন, যে সব ক্ষোভ-উপেক্ষা থেকে পৃথক বরাকের দাবি উত্থাপিত হয়েছিল, সেগুলির নিরসন হবে।

প্রদীপবাবুর কথায়, তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকাতেই বরাকের মানুষ অসম থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ভাবতে বাধ্য হন। ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ এই অঞ্চলকে বুঝতে পারলে এমন দাবি কখনও উঠত না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি তপোধীর ভট্টাচার্যও উত্থাপন করেন। দাবি করেন, তাঁর ওপর থেকে মামলা প্রত্যাহার করে নিতে হবে।

এতসব জানিয়ে প্রদীপ দত্তরায় বলেন, মুখ্যমন্ত্রী সোনোয়ালের অনুরোধে তিনি এখনই পৃথক বরাকের দাবিতে আন্দোলনে নামছেন না। ৩০ জুলাই এনআরসি-র খসড়া প্রকাশ পর্যন্ত স্থগিত রেখেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এর পরই। তবে মুখ্যমন্ত্রীর কথায় যে তিনি আশ্বস্ত, তা তাঁর নানা বক্তব্যে ফুটে উঠেছে।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker