Barak UpdatesBreaking News
বাড়িতে হাইভোল্টেজ লাইন, গোসাইপুরে ঘরে ঘরে নষ্ট হল টিভি-ফ্যানHigh voltage wire at home, TV-fan damaged at every house at Gosaipur
৩ সেপ্টেম্বর : বিদ্যুতের ছোবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ’ গ্রামবাসী। তবে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়েছে বহু বাড়ির বৈদ্যুতিন সামগ্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উধারবন্দের গোসাইপুরে।
গ্রামবাসীরা জানান, গ্রামের ওপর দিয়ে গেছে ১৩২ কেভির পাওয়ার গ্রিড লাইন। তার ঠিক নিচ দিয়েই গেছে বিপিএল লাইন। এ দিন সকালে হঠাৎ করেই এই দুই লাইনে সংযোগ হয়ে পড়ে। এতে প্রতিটি বাড়ির লাইন শর্ট সার্কিট হয়ে যায়। আর এতেই দেখা দেয় বিপত্তি। শর্ট সার্কিটের ফলে গ্রামের প্রতিটি বাড়ির মিটার, লাইট, ফ্যান, টিভি ইত্যাদি জ্বলে যায়। এর ফলে দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
গ্রামবাসীরা অভিযোগ করেন, এই হাইভোল্টেজ লাইনের ফলে গ্রামে বিভিন্ন সময়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিভাগকে এ নিয়ে অবগত করা হলেও কর্তৃপক্ষ এতে মোটেই গুরুত্ব দেয়নি। এর ফলেই এই দুর্ঘটনা বলে উল্লেখ করেন গ্রামবাসীরা।