Barak UpdatesAnalyticsBreaking News
রবিবার থেকে বঙ্গভবনে রূপমের নাটক প্রতিযোগিতা
ওয়ে টু বরাক, ৯ মার্চ : রূপম আয়োজিত সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামী ১২ মার্চ রবিবার থেকে শিলচরে শুরু হচ্ছে। ৪২তম এই নাটক প্রতিযোগিতা প্রতিদিন বঙ্গভবনে শুরু হবে বিকেল তিনটে থেকে। রবিবার সন্ধ্যা ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন পর্বের শেষে প্রথমদিনই থাকবে তিনটি নাটক। এরপর প্রতিদিনই ৬টি করে নাটক মঞ্চস্থ হবে। সূচি অনুযায়ী ১৭ মার্চ প্রতিযোগিতা পর্ব শেষ হয়ে যাবে। সব মিলিয়ে এ বছর বরাক উপত্যকা ও বাইরের মোট ৩২টি দল অংশ নেবে। এ বার বিচারক হিসেবে থাকবেন কলকাতার আশিস কুমার গোস্বামী ও সুশান্ত চট্টোপাধ্যায়।
১৮ মার্চ সকাল ১১টা থেকে শহরের হাসিখুশি ভবনে শুরু হবে নাট্য আলোচনা। এর পরদিন অর্থাৎ ১৯ মার্চ রূপমের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে থাকবে সাড়া জাগানো দুটি প্রদর্শনী নাটক। মঞ্চস্থ করবে কলকাতার নয়ে নাটুয়া। গৌতম হালদার পরিচালিত ও অভিনীত নাটক দুটি নকশি কাঁথার মাঠ ও বড়দা। শেষের দিন অর্থাৎ ২০ মার্চ সন্ধে ৫টা থেকে গুণিজন সংবর্ধনা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।