India & World UpdatesBreaking News

কাশ্মীরে হাই-এলার্ট, জঙ্গি উপস্থিতির খবরে মোতায়েন অতিরিক্ত সেনা
High alert in Kashmir, additional force deployed on the face of presence of terrorists

২ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। জানা গেছে, রাজ্যে সুরক্ষা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে৷ উপত্যকায় ফের অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে৷ রয়েছে বায়ুসেনার সি-১৭ বিমানও৷ যে কোনও ধরনের হামলাকে প্রতিহত করতে সেনাবাহিনী কড়া প্রহরায় মুড়ে ফেলেছে উপত্যকাকে৷

Rananuj

এ দিকে, শুক্রবার সকালে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযানে নেমেছে সেনাবাহিনী৷ জঙ্গিরা গুলি ছুঁড়লে পাল্টা জবাব দেয় সেনা৷ সেনার ৩৪ আর আর, এসওজি ও সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে। সেনার জালে ৩ জঙ্গি ধরা পড়েছে৷ তবে এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে৷ সংঘর্ষে এক সেনা শহিদও হয়েছেন৷ অন্যদিকে, ১০ হাজার সেনা পাঠানোর কিছুদিনের মধ্যেই ফের কাশ্মীরে অতিরিক্ত ২৮ হাজার সেনা পাঠালো কেন্দ্র৷ একটি সূত্রে জানা গেছে, কাশ্মীর উপত্যকায় ২৮০ কোম্পানির সিকিওরিটি ফোর্স মোতায়েন করা হয়েছে৷

প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাশ্মীর সফরের পরই সেখানে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা আদেশে বলা হয়েছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস করার অভিযান আরও মজবুত করতে অতিরিক্ত সেনা মোতায়েন প্রয়োজন৷ অন্য একটি সূত্রে বলা হয়েছে, পাকিস্তানি জঙ্গিরা জম্মু-কাশ্মীরে বড় সড় হামলার ছক কষছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই পাকিস্তানি জঙ্গিদের আরও এক হামলার গোয়েন্দা তথ্য দেওয়া হয় তাঁকে। এরপরই দিল্লি ফিরে এসে বাড়তি নিরাপত্তার সুপারিশ করেন তিনি। গত শনিবারই কাশ্মীর উপত্যকায় ১০,০০০ আধা সামরিক সেনা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker