Barak UpdatesBreaking News
ভারি যান রাত ১টার আগে শহরে নয়, স্পষ্টীকরণ ডিসি-এসপিরHeavy vehicles including tippers to enter Silchar from 1 AM to 4 AM, clarifies DC & SP
১ আগস্টঃ রাতের শহরে ট্রিপার সহ ভারি যানবাহন চলাচলের সময়সীমা নিয়ে কেউ ট্রাফিক অ্যাডভাইজরি কমিটির বৈঠকে থেকেও বিভ্রান্ত হয়েছেন, কেউ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়িয়েছেন। এমনকী, জনসংযোগের সরকারি বিবৃতিতে বুধবার স্পষ্ট করে এর কোনও উল্লেখ ছিল না। তাই কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি নিজে বৃহস্পতিবার স্পষ্টীকরণ দিয়েছেন, স্থানীয় কিছু সংবাদপত্র শিলচর শহরে ভারি যানবাহন রাত ১১ টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলাচল করবে বলে সংবাদ ছাপিয়েছে। তা ঠিক নয়। ৩১শে জুলাই ডিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এমন কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে পূর্বের সময় অনুসারেই রাত ১ টা থেকে ভোর৪ টা পর্যন্ত ভারি যানবাহন চলাচল করবে।
তিনি আরও জানান, ওই সভায় কিছু ব্যবসায়ী রাত ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত সময় শিথিল করার দাবি করেছিলেন, কিন্তু তা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি। বরং বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অ্যাডভাইজরি কমিটির পরবর্তী সভায় এ নিয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মহন্তও পরে সাংবাদিকদের কাছে একই কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বৃহস্পতিবার থেকে কোনও ভারি যান রাত ১টার আগে শহরে ঢুকতে পারবে না। কাল এই আদেশ লঙ্ঘনের জন্য ১৩টি ট্রিপারকে আটকে রাখা হয়েছে। অনেক গাড়িরই কাগজপত্র ঠিকঠাক নেই। চালকদের বলা হয়েছে, উপযুক্ত নথি নিয়ে আসতে। তারা কেউ আসেনি। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাই জানিয়েছেন এসপি।
কিন্তু সবদিকে নজরদারি সত্ত্বেও তারা সময়সীমার আগে ঢুকল কী করে শহরে? কারা ছাড়ল গাড়িগুলি? কাদের মধ্যে পাথরবোঝাই লরির জন্য এত দরদ? এই সব প্রশ্ন নীরবে হজম করেন পুলিশসুপার।
প্রসঙ্গত, এই গাড়িগুলি বুধবার রাতে পুলিশ ধরেনি। স্থানীয় জনতা সেন্ট্রাল রোডে গাড়িগুলি আটকে চালান ও চালকের কাগজ দেখতে চায়। দেখাতে পারেনি। পরে পুলিশকে খবর দিয়ে তুলে দেওয়া হয় তাঁদের হাতে।