NE UpdatesBarak UpdatesBreaking News
৩ আগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরপূর্বের রাজ্যগুলোতেHeavy rainfall expected in Northeast till 3 August
৩১ জুলাই : আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের প্রায় সবগুলো রাজ্যে বুধবার থেকে ৩ দিন প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া বিজ্ঞান দফতর। আবহাওয়া বিজ্ঞান বিভাগ সূত্রে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, বরাক উপত্যকা সহ আসামের বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
একইসঙ্গে মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ধারা বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ আগস্ট পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।