Barak Updates

স্বাস্থ্যশিবিরে ২০ মূক-বধির শিশুকিশোর
Health Camp organised for deaf & dumb, 20 children examined by speech therapists

২৬ নভেম্বরঃ শিলচরে কোনও স্পিচ থেরাপিস্ট নেই।  নেই কোনও অডিওলজিস্ট। অথচ মূক-বধির শিশু-কিশোরের সংখ্যা কম নয়। তাদের জন্য রবিবার দিনভর স্বাস্থ্য শিবির করল ডিআরডি মেমোরিয়াল ট্রাস্ট ও দিব্যাঙ্গণ বিকাশ কেন্দ্র। সহায়তায় ছিল মাই হোম ইন্ডিয়া। তাদের শিলচর কার্যালয়েই এই স্বাস্থ্য শিবির হয়। মোট ২০ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ অভিনন্দন ভট্টাচার্য। সঙ্গে গুয়াহাটির দুই স্পিচ থেরাপিস্ট-অডিওলজিস্ট হীরকজ্যোতি দাস ও ধীরাজ চাংমাই।

Rananuj

কাছাড়ের বিভিন্ন প্রান্তই শুধু নয়, ২জন রোগী আসেন হাইলাকান্দি থেকে, ১ জন করিমগঞ্জ জেলা থেকে। প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় দেখা গিয়েছে, মোট ২০ রোগীর ১০জনের কানের অস্ত্রোপচার দরকার। সে জন্য কী ধরনের সরকারি সাহায্য পাওয়া যেতে পারে, তা দেখছে দিব্যাঙ্গণ বিকাশ কেন্দ্র ও সক্ষম। ৭ জনের শ্রবণযন্ত্র লাগালে সমস্যা মিটে যাবে। প্রতিটি যন্ত্রের দাম ১৮ হাজার টাকা। আয়োজক সংস্থাগুলি চাইছে, সরকারি সাহায্যে বিনামূল্যে তাদের মেশিন পাইয়ে দিতে। রবিবারের শিবিরে বাকি ৩ জনের স্পিচ থেরাপি হয়।

শুরুতে এ দিনের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেক পোদ্দার। ছিলেন মধুসূদন কর, অখিলেশ যাদব, মিঠুন রায়, শতানন্দ ভট্টাচার্য প্রমুখ।

আগামী ২৯-৩০ ডিসেম্বর একই ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে। ২৯ ডিসেম্বর শিলচরে পুরনো রোগীদের পুনঃপরীক্ষা হবে। সঙ্গে নতুন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ দেওয়া হবে। পরদিন হাইলাকান্দিতে।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker