Barak Updates
স্বাস্থ্যশিবিরে ২০ মূক-বধির শিশুকিশোরHealth Camp organised for deaf & dumb, 20 children examined by speech therapists
কাছাড়ের বিভিন্ন প্রান্তই শুধু নয়, ২জন রোগী আসেন হাইলাকান্দি থেকে, ১ জন করিমগঞ্জ জেলা থেকে। প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় দেখা গিয়েছে, মোট ২০ রোগীর ১০জনের কানের অস্ত্রোপচার দরকার। সে জন্য কী ধরনের সরকারি সাহায্য পাওয়া যেতে পারে, তা দেখছে দিব্যাঙ্গণ বিকাশ কেন্দ্র ও সক্ষম। ৭ জনের শ্রবণযন্ত্র লাগালে সমস্যা মিটে যাবে। প্রতিটি যন্ত্রের দাম ১৮ হাজার টাকা। আয়োজক সংস্থাগুলি চাইছে, সরকারি সাহায্যে বিনামূল্যে তাদের মেশিন পাইয়ে দিতে। রবিবারের শিবিরে বাকি ৩ জনের স্পিচ থেরাপি হয়।
শুরুতে এ দিনের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেক পোদ্দার। ছিলেন মধুসূদন কর, অখিলেশ যাদব, মিঠুন রায়, শতানন্দ ভট্টাচার্য প্রমুখ।
আগামী ২৯-৩০ ডিসেম্বর একই ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে। ২৯ ডিসেম্বর শিলচরে পুরনো রোগীদের পুনঃপরীক্ষা হবে। সঙ্গে নতুন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ দেওয়া হবে। পরদিন হাইলাকান্দিতে।