Barak UpdatesBreaking News

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবির করল ক্লাব অনন্যা
Health Camp organised by Ananya at Larsing Tea Estate

২৮ আগস্ট : কাছাড় জেলার লারসিং চা বাগানে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ক্লাব অনন্যা। এই শিবিরে বাগান অঞ্চল ও তার আশপাশ এলাকা থেকে প্রচুর রোগীরা আসেন। মোট রোগীর মধ্যে দাঁতের রোগী ছিলেন ৫০ জন এবং মেডিসিন বিভাগের রোগী ছিলেন ১০০ জন। সব মিলিয়ে রোগীর সংখ্যা ছিল ২৬৫, এর মধ্যে ৫৫টি শিশু।

Rananuj

অনন্যার পক্ষ থেকে এই রোগীদের ওষুধপত্র তুলে দেওয়া হয়। তাছাড়া শিবিরে উপস্থিতদের গুড়ো দুধ এবং ওআরএস বিতরণ করে সংস্থা। শিবিরে এ দিন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন দন্ত বিশেষজ্ঞ পল্লবী চৌধুরী, মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন এম বড়ো ও ঋত্বিক আনসারি। ফার্মাসিস্ট হিসেবে ছিলেন মহিবুল ইসলাম খান।

প্রসঙ্গত, ক্লাব অনন্যা মহিলাদের একটি জনপ্রিয় সংস্থা। শিলচরে এই সংস্থাটি বহু দিন থেকেই কাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষ ও গরিবদের সেবায় বিভিন্ন সময়ে ক্লাব একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে স্বাস্থ্য শিবির যেমন রয়েছে, তেমনি দুর্যোগের সময় সহায়তা প্রদানেও সংগঠনের সদস্যারা এগিয়ে এসেছেন।

 

এর পাশাপাশি বাঙালিদের পরম্পরাগত ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও ক্লাব কাজ করে যাচ্ছে। এর মধ্যে পৌষমেলার মতো অনুষ্ঠান করে ক্লাব বিশেষ স্বাক্ষর রাখতে পেরেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker