Barak UpdatesBreaking News
৯ নভেম্বর থেকে শিলচরে বঙ্গ সাহিত্যের বইমেলাBook Fair of Banga Sahitya from 9 November
এ দিকে, বিপিনচন্দ্র পাল সভাস্থলের অবস্থা নিয়ে জেলা সম্পাদক ড. জয়ন্ত দেবরায় ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতি বছর মেলার সময় মাঠটিকে ঠিকঠাক করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিনের মধ্যে তা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়।
তবে শুধু বইয়ের কেনাবেচাই নয়। অন্যান্য বইমেলার মতো শিলচরেও থাকবে স্কুল-কলেজের ছাত্রদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাহিত্যবাসর, আলোচনা চক্র, সাংস্কৃতিক কর্মসূচি। প্রকাশিত হবে বইমেলা স্মরণিকা ‘বইকথা’-ও। এ দিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. সৌরীন্দ্র ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি দীনেন্দ্র নারায়ণ বিশ্বাস, বইমেলা কমিটির আহ্বায়ক প্রদীপ আচার্য, শহর আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর, দীপক সেনগুপ্ত, অভিজিত ধর, সীমান্ত ভট্টাচার্য, শৈবাল গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
The Book Fair will continue till 18 November. This was informed in a press meet held at Banga Bhavan, Silchar on Friday by the President of Cachar Chapter of the association, Taimur Raja Choudhury. Also present during the press meet were Dr. Sourindra Kumar Bhattacharjee, Dinendra Narayan Biswas, Pradip Acharjee, Sanjib Deb Laskar, Dipak Sengupta, Abhijit Dhar, Simanta Bhattacharjee, Saibal Gupta among others.