Barak UpdatesBreaking News
হাইলাকান্দি সংঘর্ষঃ ১০ জুন সাক্ষ্য নেবেন রাজীব বরাHailakandi Riot: Rajib Bora to record evidence from witnesses on 10 July
২ জুনঃ হাইলাকান্দিতে গত মাসের গোষ্ঠীসংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজীবকুমার বরা। তিনি আগামী ১০ জুন হাইলাকান্দি সার্কিট হাউসে বসে সাক্ষ্য গ্রহণ করবেন। এই ঘটনা সম্পর্কে অবগত যে কোনও ব্যক্তি বা সংগঠনের প্রতিনিধি সে দিন সকাল ১০টার পরে তাঁর সামনে নিজের বক্তব্য পেশ করতে পারেন। গত ১০ মে আচমকা দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধলে শহরজুড়ে তাণ্ডব চলে। এরই প্রেক্ষিতে পক্ষকাল নৈশকার্ফু ছিল হাইলাকান্দি শহরে। সরকার ঘটনার পরদিনই ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে। রাজীব কুমার বরা-কে এই দায়িত্ব দেয়।