Barak UpdatesBreaking News
সরকারি সামগ্রী প্রদান, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের পাশে হাইলাকান্দি প্রশাসনHailakandi district administration stands beside disabled and aged persons
২৮ নভেম্বরঃ দুস্থ প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াল হাইলাকান্দি জেলা প্রশাসন। কার কী ধরনের সমস্যা, কী ধরনের সামগ্রী প্রয়োজন, তা চিহ্নিত করে বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে সেই সামগ্রী তুলে দেওয়া হয়। হাইলাকান্দি ব্লকে এ দিন মোট ১৮৫জনকে সরকারি সামগ্রী প্রদান করা হয়। কেউ পেয়েছেন হুইল চেয়ার, কেউ ট্রাই-সাইকেল। ক্রাচ, সেরিব্রাল পালসি চেয়ার, স্মার্ট ক্যান, স্মার্ট ফোন, ওয়াকিং স্টিক, ডিজিটাল হিয়ারিং এইড-ও দেওয়া হয়েছে তাদের প্রয়োজন অনুসারে।
জেলায় মোট ৭০৩কে ওইসব সামগ্রী প্রদানের জন্য চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৩৮৭জন শারীরিক প্রতিবন্ধী। ৩১৬ জন দুস্থ প্রবীণ নাগরিক। হাইলাকান্দির মত অন্যান্য ব্লকেও শীঘ্র আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তাঁদের জিনিসপত্র তুলে দেওয়া হবে।
হাইলাকান্দির রবীন্দ্র ভবন অডিটরিয়ামে এ দিন সামাজিক অধিকারীতা শিবিরের শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক কীর্তি জল্লি। তিনি বলেন, বয়োশ্রী প্রকল্পে মনোনীতরা যেন এইসব সরকারি সামগ্রীর সাহায্যে কর্মক্ষম সুস্থ জীবন কাটাতে পারেন, এটাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীরা ডিস্যাবিলিটি সার্টিফিকেট পেতে যে ছুটোছুটি করতে হয়, তা থেকে রেহাই দিতেও তিনি চেষ্টা করে চলেছেন। এই প্রক্রিয়াটাকে কী করে সহজ সরল করা যায়, তাও ভেবে দেখা হচ্ছে। এই ধরনের শিবিরও ওই ভাবনারই ফসল। তাঁর কথায়, সরকার চাইছে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে। তাই নাগরিক-কেন্দ্রীক সুযোগ-সুবিধের জায়গাগুলির দিকে সকলের নজর রাখতে হবে। অতিরিক্ত জেলাশাসক রণদীপকুমার দাম এই ধরনের শারীরিক প্রতিবন্ধী ও দুস্থ প্রবীণদের পাশে দাঁড়াতে সমাজের প্রতি আহ্বান জানান। তাঁর কথায়, তাঁদেরও সমাজের অনেক কাজে লাগানো যায়। সে জন্য তাদের মর্যাদার সঙ্গে বাঁচার ব্যাপারটা নিশ্চিত করতে হবে।
জেলা সমাজকল্যাণ অফিসার জে দৈমারি সমাজকর্মী কমরুল ইসলাম লস্কর, আজমলউদ্দিন চৌধুরী, সামসউদ্দিন বড়লস্কর, নারায়ণ দেবনাথ প্রমুখও অনুষ্ঠানে বক্তৃতা করেন। সামাজিক ন্যায় দফতরের সংস্থা আর্টিফিসিয়াল লিম্বস করপোরেশন অব ইন্ডিয়া (অ্যালিমকো)-র প্রতিনিধি জিতেন্দ্রকুমার শাহু জানান, এ দিন যারা সরকারি সামগ্রী পেয়েছেন, তাদের স্ক্রিনিং হয়েছিল একবছর আগে।