India & World UpdatesBreaking News

আসছেন মেরিকম, উৎসাহে প্রস্তুতি গুয়াহাটিতে
Guwahati prepared to welcome Mary Kom in Boxing Championship

১৬ মে : বক্সিং চ্যাম্পিয়ানশিপে অংশ নিতে গুয়াহাটি আসছেন মেরিকম। আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওপেন বক্সিং চ্যাম্পিয়ানশিপ। এর অন্যতম আকর্ষণ ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ানের খেতাব দখল করে ইতিহাস সৃষ্টি করা তথা অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী মেরিকম।

এই প্রতিযোগিতায় মণিপুরের বক্সার মেরিকম বক্সিং কেরিয়ারের ইতিহাসে প্রথমবারের মতো ৫১ কেজি শাখায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেরিকম বলেন, ’৫১ কেজি শাখায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমি যাতে নিজের পুরোটাকে এই প্রতিযোগিতায় তুলে ধরতে পারি সেজন্য আমার চেষ্টা চলছে। তাছাড়া এই প্রতিযোগিতাটি আমাকে আগামী বিশ্ব চ্যাম্পিয়ানশিপে অংশ নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে।’ মেরিকম এই প্রতিযোগিতাটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার জন্য খুশি ব্যক্ত করেন। তিনি বলেন, উত্তর-পূর্বে এ ধরনের প্রথম সারির একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়াটা যুবা বক্সারদের জন্য শুভ লক্ষণ। বিশ্বের অন্যতম বক্সারদের খেলা উপভোগ করে যুব বক্সাররা খুব উপকৃত হবেন।

এই প্রতিযোগিতাটি সরুসজাইয়ের কর্মবীর নবীনচন্দ্র বরদলৈ ইনডোর স্টেডিয়ামে ৫ দিন ধরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আসাম সরকারের সহযোগিতায় আসাম বক্সিং সংস্থার প্রস্তুতি প্রায় সম্পুর্ণ। এতে দেশের ৩৫ জন পুরুষ বক্সার ও ৩৭ জন মহিলা বক্সার অংশ নেবেন। তাছাড়া বাইরের দেশ থেকেও ১২০ জন বক্সার এতে অংশ নেবেন। অন্যদিকে, আসামের মোট ৬ জন বক্সার এতে অংশ নেবেন। এই কৃতীরা হলেন, সর‍্য সমাপ্ত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ানশিপে রুপোর পদক জয়ী শির থাপা, অঙ্কুশিতা বড়ো, লাভলিনা বরগোহাই, ফাইলাও বসুমাতারি, ভাগ্যবতী কাছাড়ী ও যমুনা বড়ো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker