India & World Updates

এন-৯৫ মাস্ক ব্যবহারে কেন্দ্রের সতর্কতা জারি
Govt warns against use of N95 masks with valves

২১ জুলাই : এন-৯৫ মাস্ক ব্যবহার করলে বিপদ বাড়ছে। সাধারণ মানুষ যেন ভালভ্ রেসপিরেটর-যুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার না করেন। কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে এ মর্মে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের মাস্ক করোনা ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচায় না, বরং ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

Rananuj

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল রাজ্যগুলির স্বাস্থ্য ও চিকিত্‍সা বিভাগের প্রধান সচিবদের কাছে চিঠি পাঠিয়ে জানান যে, ভালভ্ রেসপিরেটর রয়েছে এমন মাস্কের সঠিক ব্যবহার হচ্ছে না। সাধারণ মানুষের জন্য এটি ব্যবহারের অনুপযুক্ত। তাই স্বাস্থ্যকর্মীরা ছাড়া সাধারণ মানুষ যেন এই মাস্ক ব্যবহার না করেন।  চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়, যে কাজের জন্য মাস্ক পরা, সেই ভাইরাস সংক্রমণ এতে আটকায় না। বরং এই মাস্কের ব্যবহারে ক্ষতিকারক দিকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে যে হোমমেড মাস্ক পাওয়া যাচ্ছে, তা ব্যবহার করা যেতে পারে।

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের তরফে গত এপ্রিলে আরও একটি অ্যাডভাইসরি জারি করা হয়, সেখানেও ঘরোয়া পদ্ধতিতে বানানো মাস্ক দিয়ে নাক-মুখে ঢেকে রাস্তায় বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকায় আরও বলা হয়েছিল, প্রতিদিন ব্যবহারের পর মাস্ক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ব্যবহার করা যে কোনও সুতির কাপড় দিয়ে এই মাস্ক তৈরি করা যাবে। বাড়িতে তৈরি করলে মাস্কটি এমনভাবে তৈরি করতে হবে, যাতে তা মুখে ভালভাবে ফিট হয়, দু-পাশে যেন কোনও ফাঁক না থাকে। মাস্ক পরার আগে হাত ভালভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মাস্ক যদি স্যাঁতসেঁতে বা আর্দ্র হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা ফেলে দিয়ে অন্য মাস্ক ব্যবহার করুন।এই ধরণের মাস্ক একক ব্যবহারযোগ্য, এটিকে পুনর্ব্যবহার না করারই পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker