India & World UpdatesAnalyticsBreaking News
উজ্জ্বলা যোজনায় ৩ মাস বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে সরকারGovt to provide free cooking gas for 3 months under Ujjwala scheme
১২ এপ্রিল : উজ্জ্বলা যোজনায় ৩ মাস বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন সুবিধাপ্রাপকরা। করোনার জেরে দেশের গরিব-মেহনতি মানুষ আর্থিক সঙ্কটে পড়েছেন। লকডাউন তাঁদের রুজি-রোজগার ও জীবনযাত্রায় দুর্ভোগ ডেকে এনেছে। তবে এ ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। লকডাউন ঘোষণার ফলে যাতে গরিব পরিবারের কষ্ট না হয় সেই চিন্তাও করছে কেন্দ্র। ইতিমধ্যে বিভিন্নভাবে সরকারি উদ্যোগ দেখা গেছে।
এবার অর্থনৈতিক সঙ্কটে পড়া গরিব মানুষকে আর্থিক সুরাহা দিতে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’র আওতায় বেশকিছু সুবিধার ব্যাপারে ঘোষণা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে এপ্রিল থেকে জুন, এই তিন মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপকদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে আট কোটিরও বেশি উজ্জ্বলা গ্রাহক রয়েছেন। তবে ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত যে সব সুবিধাপ্রাপক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করেছেন, তাঁরাই কেবলমাত্র এই সুবিধা পাবেন। চলতি মাসে এ পর্যন্ত ৮৫ লক্ষেরও বেশি সিলিন্ডার উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত পরিবারগুলোকে সরবরাহ করা হয়েছে।