Barak UpdatesAnalyticsBreaking News

বরাকে বনধ আহ্বানকারী সংগঠনের বিরুদ্ধে হাইকোর্টে যাবে সরকার : মুখ্যমন্ত্রী
Govt to move High Court against those who called Barak Bandh on false premises: CM

ওয়ে টু বরাক, ২৯ নভেম্বর : চাকরি পরীক্ষায় বরাকের ছেলেমেয়েরা পাশ করেনি বলে একাংশ সংগঠন বনধ ডেকে কার্যত এই উপত্যকার ছেলেমেয়েদের অপমান করেছে। এই সংগঠনগুলোর বিরুদ্ধে এ বার হাইকোর্টে যাবে রাজ্য সরকার। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Rananuj

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, এই সংগঠনগুলো বরাকে বনধ ডেকে সারা আসামে বার্তা ছড়িয়ে দিয়েছে যে, বরাকে মেধাবী ছাত্রছাত্রী নেই। বরাকের পড়ুয়ারা ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে মেধার প্রতিযোগিতা করতে পারে না। সবার সামনে এমন মন্তব্যের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, বনধের ওপর আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তা ডাকা হয়েছে। এজন্য আদালতের নির্দেশ অনুসারে রাজ্য সরকার বনধের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা আদায় করতে হাইকোর্টে যাবে।

মুখ্যমন্ত্রী এ দিন চাকরি পরীক্ষায় বরাকের ছেলেমেয়েদের পাশের একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, সামগ্রিকভাবে গুয়াহাটির পর শিলচরের ছেলেমেয়েরা বেশি পাশ করেছে। তৃতীয় শ্রেণির পরীক্ষায় দশম ও তার ঊর্ধ্বের রাজ্যে ৫ হাজার শূন্যপদ রয়েছে। এর মধ্যে বরাক উপত্যকা থেকেই এক হাজার পরীক্ষার্থী পাশ করেছে। অষ্টম শ্রেণি ও তার উপরের শূন্যপদ রয়েছে ১০ হাজার, যেখানে বরাকের তিন জেলা থেকে ২০৮৭ জন পাশ করেছে। চতুর্থ শ্রেণির ১০ হাজার শূন্যপদের বিপরীতে বরাকের ১৫৪৭ জন ছেলেমেয়ে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ মোট পদের হিসেবে বরাকের ২০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। তবে গুয়াহাটি বা অন্যান্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে বরাকের যেসব ছেলেমেয়েরা পাশ করেছে, সেই সংখ্যাটা অবশ্য এই হিসেবের মধ্যে নেই।

হিমন্তবিশ্ব শর্মা আরও বলেন, কিছু মানুষের দাবিমতো বরাকের ছেলেমেয়েরা যদি শুধু এই উপত্যকায়ই চাকরি করতে হয়, তাহলে এখানকার মেধাবী ছেলেমেয়েরা বঞ্চিত হবে। তিনি এও বলেন, বরাকে মাত্র তিনটি জেলা রয়েছে, আর ব্রহ্মপুত্র উপত্যকায় রয়েছে ৩২টি জেলা। ফলে বরাকের ছেলেদের যদি বরাকেই চাকরি করতে হয়, তাহলে এখানকার মাত্র সাড়ে সাতশ’ পদের মধ্যেই তাদের সীমাবদ্ধ থাকতে হবে। কারণ এখন তাদের সারা রাজ্যে চাকরির সুযোগ রয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, বরাকে মাত্র একটি পুলিশ ব্যাটেলিয়ন রয়েছে, কিন্তু গোটা আসামে মোট ৩০টি ব্যাটেলিয়ন। ফলে সারা আসামে বরাকের ছেলেমেয়েদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

হিমন্ত উল্লেখ করেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর বরাকের ছেলেমেয়েরা সবথেকে বেশি চাকরি পেয়েছে। এর আগেও শিক্ষাখাতে যে চাকরি হয়েছে, তা-ও তিনি শিক্ষামন্ত্রী থাকার সময়। সন্তোষ মোহন দেব ও সুস্মিতা দেব থাকার সময়ও হয়নি। তিনি বলেন, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ হলে মেধাবী ছাত্ররা শুধু তিন জেলায় পরীক্ষা দিতে পারবে। কিন্তু এখন ডিব্রুগড়ে গিয়েও পরীক্ষা দিতে পারছে। তাঁর কথায়, কোনও পরিসংখ্যান না জেনে কিছু সংগঠন নানা অভিযোগ উত্থাপন করে, তা ঠিক নয়, করা উচিতও নয়।

একটি পরিসংখ্যান তুলে ধরে হিমন্তবিশ্ব বলেছেন, গত বছরের মে মাসে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বরাকের ৩,৩৫৮ জন চাকরি পেয়েছে। এরমধ্যে এবি কনস্টেবল পদে ৭০৮ জন, ইউবি কনস্টেবল পদে ২৬৮ জন, শিক্ষক পদে ১০৫৪ জন, ইউডি টিচার পদে ৪৫০ জন, টিউটর পদে ৩৬০ জনের চাকরি হয়েছে। ফলে মেধার ভিত্তিতে বরাকের ছেলেমেয়েরা যে অনেক এগিয়ে রয়েছেন, তা তিনি এ দিন ফের একবার উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker