NE UpdatesAnalyticsBreaking News
Govt to give Rs.1 lakh to inhabitants of Assam who are struck abroadবিদেশে গিয়ে আটকে পড়া আসামের নাগরিককে এককালীন দেড় লক্ষ দেবে রাজ্য সরকার
২১ মার্চ : বিদেশে গিয়ে আসামের যেসব নাগরিক করোনা ভাইরাসের জন্য আটকে পড়েছেন, তাদের এককালীন সাহায্য রাশি হিসেবে ২০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন সাহায্য দেবে রাজ্য সরকার। আসামের এই নাগরিকরা যাতে বাড়ি ফিরে আসা পর্যন্ত বিদেশে কোনওমতে থাকতে পারেন, সেজন্যই আসাম সরকার এই সাহায্যরাশি দেবে। তবে এই অর্থ পেতে গেলে আসামের জনগণকে বিদেশের মাটিতে কম করেও এক মাস থাকতে হবে।
রাজ্যের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, আসামের যেসব নাগরিক বিদেশে গিয়ে এক মাস ধরে রয়েছেন এবং করোনা ভাইরাসের কারণে বাড়ি ফিরে আসতে পারছেন না, তাদেরই এই সহায়তা রাশি দেওয়া হবে। তিনি বলেন, এই নাগরিকদের একাউন্টে ২০০০ ডলার ট্রান্সফার করা হবে। মন্ত্রী আরও স্পষ্ট করে দিয়েছেন, আর্থিক সহায়তা অনাবাসী ভারতীয় বা সেইসব আসামের নাগরিকদের জন্য নয়, যারা বহুদিন ধরে সেখানে কাজ করছেন বা পড়াশোনা করছেন এবং সেখানে কোনও বাড়ি বা ছাত্রাবাসে রয়েছেন।
নিজের টুইটার হ্যান্ডেলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বিদেশে কর্মরত ব্যক্তি বা সেখানে পড়াশোনা করা শিক্ষার্থীদের বাদ দিয়ে করোনা ভাইরাসের কারণে বাইরের দেশে আটকে থাকা আসামের নাগরিকদের জন্য শর্তসাপেক্ষে সরকার প্রত্যেককে ২০০০ ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শনিবারই এই নাগরিকদের জন্য যোগাযোগের জন্য একটি ইমেল দেওয়া হবে।
What about the common men’s, wage earners, day labour,
Daily wage earners, what government had decided,
Will they get anything as compensation in Assam like Uttar Pradesh, Telengana