India & World UpdatesAnalyticsBreaking News

দেশের ১ কোটি চালককে ইলেকট্রনিক রিকশা দেবে কেন্দ্র সরকার
Govt to give e-rickshaws to 1 crore people of the country

৭ জুন : কেন্দ্র সরকার দেশের ১ কোটির বেশি রিকশা চালককে ইলেকট্রনিক রিকশা প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। এজন্য সরকার খুব কম সুদে রিকশা চালকদের ঋণ দেবে। ইলেকট্রনিক রিকশা সংক্রান্ত নীতি নিয়মেও সরকার কিছু পরিবর্তন আনতে পারে বলে জানা গেছে। সাধারণ মানুষ যাতে খুব কম দামে মেট্রো, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ইত্যাদি স্থানে যেতে পারেন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক তিন বছর আগেই রিকশা চালকদের ই-রিকশা প্রদান করার প্রকল্প হাতে নিয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী দিল্লিতে প্রায় দেড় লক্ষ, পশ্চিমবঙ্গে ১ লক্ষ ২৫ হাজার ও আসামে ১ লক্ষ ই-রিকশা অনুমতি ছাড়াই রাস্তায় চলাচল করছে। এ ধরনের অনিয়ম বন্ধ করার জন্যই সরকার ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্র সরকার আগের নিয়মে কিছুটা পরিবর্তন করে ১ থেকে দেড় লক্ষ টাকায় ই-রিকশা প্রদান করবে। দেশে প্রায় ১ কোটি গরিব এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker