NE UpdatesBarak UpdatesBreaking News
লকডাউনের বিকল্প খুঁজতে বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলবে সরকার : হিমন্ত
Govt to discuss with intellectuals to find substitute of lockdown: Himanta
৪ এপ্রিল : ২১ দিনের লকডাউনের সময়সীমা বৃদ্ধির আপাতত কোনও সম্ভাবনা নেই। শনিবার এ কথা পুনরায় জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মন্ত্রী বলেন, লকডাউনের বিকল্প কী হবে সে বিষয়ে সরকার ইতিমধ্যেই চিন্তাভাবনা করছে।
যোরহাট মেডিকেল কলেজ পরিদর্শন করার সময় মন্ত্রী শর্মা বলেন, ‘আমরা ভাবছি, লকডাউন বৃদ্ধি হবে না। কিন্তু এর বিকল্প কী হবে, তা নিয়ে চিন্তাচর্চা শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জানিয়েছেন, তোমরা জনগণের সঙ্গে কথা বলো।’ চিকিৎসক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সবার সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী প্রত্যেক রাজ্যকে অনুরোধ জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন শেষ হলে স্কুল, বিশ্ববিদ্যালয় তো আর বন্ধ রাখা যাবে না। তবে লকডাউন শেষ হলেও সিনেমাহল, বিউটি পার্লার, লাইব্রেরি, সাপ্তাহিক হাট বাজার বন্ধ রাখা হবে।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে দোকান খোলার সময় সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাখা হবে। কিন্তু একসঙ্গে যাতে বেশি মানুষ ভিড় না করেন, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মন্ত্রীর কথায়, প্রত্যেকে নিজের জীবনের দিকে খেয়াল রাখতে হবে।