NE UpdatesAnalyticsBreaking News
সোমবার থেকেই ত্রিপুরায় স্বাভাবিক হচ্ছে সরকারি কার্যালয়
Govt offices to resume normalcy from Monday in Tripura
৩ মে : সোমবার থেকে ত্রিপুরায় খুলে যাচ্ছে সরকারি কার্যালয়।ফলে এদিন থেকেই স্বাভাবিক হয়ে যাবে সরকারি কার্যালয়ের যাবতীয় কাজকর্ম। এর পাশাপাশি এ দিন থেকে যোগাযোগ ব্যবস্থা চালুর নির্দেশ থাকলেও তা হবে কিছু নিয়ম মেনে।
রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার কেন্দ্র সরকারের এক বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ত্রিপুরার ৬টি জেলাকে গ্রিন জোন ঘোষণা করেছে। দুটি জেলা রয়েছে অরেঞ্জ জোনে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রিন ও অরেঞ্জ জোনে সরকারি কার্যালয়ে স্বাভাবিক কাজকর্ম চলার ক্ষেত্রে কোনও বাধা নেই। সেজন্য ৪ মে থেকে সবস্তরের সরকারি কর্মচারীরা কার্যালয়ে কাজ করতে পারবেন।
তবে প্রতিটি ক্ষেত্রেই কর্মচারীদের লকডাউনের নীতি নির্দেশিকা মেনে চলতে হবে। কর্মচারীদের মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হবে। এই নির্দেশে আরও বলা হয়েছে, স্কুল, কলেজ, শৈক্ষিক প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোর জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে। এমনকি দোকান ইত্যাদি খোলার ব্যাপারেও পৃথক নির্দেশ জারি হবে।