Barak UpdatesBreaking News
জন্মাষ্টমীর সরকারি ছুটি শুক্রবারGovernment holiday for Janmashtami on Friday
Confusion prevails in university & colleges regarding holiday
তবে ছুটি নিয়ে মুশকিলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা। কলেজগুলি সমস্ত সরকারি কাজকর্মে রাজ্য সরকারের নীতি-নির্দেশিকা মেনে চললেও ছুটিছাঁটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারই মানে। ওই ক্যালেন্ডারে জন্মাষ্টমীর কথার উল্লেখ নেই। কোনও বছরই এই উপলক্ষে ছুটি থাকে না। এ বারও না থাকারই কথা ছিল। আচমকা বৃহস্পতিবার বিকেলে কলেজ প্রধানদের কাছে রেজিস্ট্রারের দফতর থেকে বার্তা যায়, এই বছর জন্মাষ্টমী উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
কলেজগুলি শনিবারই ছুটির নির্দেশ জারি করে। কিন্তু পরবর্তী সময়ে রাজ্যপালের বিজ্ঞপ্তি তাদের বিভ্রান্তিতে ফেলে। অধিকাংশ কলেজ শেষে সিদ্ধান্ত নেয়, রেজিস্ট্রারের নির্দেশে তাঁরা যেহেতু ছুটি ভোগ করতে চলেছেন, তাই শনিবারই কলেজ বন্ধ রাখা হবে।
However, the Janmashtami holiday has created a confusion among the Teaching & non-teaching staff of Assam University, Silchar and its affiliated colleges. Though the provincialised colleges of Assam are guided by the rules and regulations of Assam Government but the academic aspect is conducted as per the dictum of the affiliating university. The colleges also follow the holiday list as issued by Assam University. In the Holiday List of Assam University, there is no holiday for Janmashtami since the last few years.
However, on Thursday evening, a notification was issued by the Registrar of Assam University, wherein holiday for university and affiliated colleges was declared on Saturday, 24 August, 2019. But on the same day later in the evening, when the Governor of Assam notified that the holiday for Janmashtami will be on 23 August instead of 24 August, a great confusion surfaced. In the absence of any updated instruction/notification from the Registrar of Assam University, most of the colleges will remain open on Friday and the holiday for Janmashtami will be given on Saturday as per the notification of the Registrar.