Barak UpdatesBusinessBreaking News

পুজোর আগে সুখবর, চার্চ রোডে নবিয়া-র নতুন শো-রুম
Good News on the eve of Durga Puja, Navya’s new showroom comes up at Church Road

৯ সেপ্টেম্বরঃ দুর্গাপুজো বা কোনও বিশেষ অনুষ্ঠানে অনেকেই এমন পোশাক পরতে চান, যা অন্য কেউ আর পরেনি। ডিজাইনটাও চান নিজের মত হয়ে উঠুক। কিন্তু সে তো বড় বড় শহরের কথা। যেখানে ডিজাইনার রয়েছে, পছন্দের পোশাক তৈরির কারখানা রয়েছে। শিলচরের মত শহরে কি আর তা সম্ভব!

কিছুদিন আগেও এখানকার মানুষ এভাবেই ভাবতেন। ডিজাইন নিয়ে এই আক্ষেপের দিন ফুরিয়ে গিয়েছে বছর তিনেক আগে। ২০১৬ সালে  আরডিআই হলের কাছে শো-রুম খোলেন পিয়া দত্ত পুরকায়স্থ। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি-র প্রাক্তনী। নতুন প্রজন্মের দিকে নজর রেখে কাজ করতে চেয়েছেন বলে শো-রুমের নাম দিয়েছেন নবিয়া (বাংলায় নব্য)।

তিন বছরের মাথায় এ বার তিনি ভাবলেন পরম্পরাগত পোশাকে আধুনিকতার মিশেল কী করে আনা যায়। সিল্কের শাড়ির ওপর নানা ধরনের কাজ, বিভিন্ন ফ্যাশনের লেহেঙ্গা তিনি তুলতে লাগলেন। তুললেন কুর্তি, গাউনও। সে জন্য নতুন শো-রুম খোলেন চার্চ রোডে। নবিয়া—ডিজাইনার অ্যান্ড ব্রাইডাল রিফ্লেকশন। পিয়াদেবী জানান, নববধূর যা যা প্রয়োজন, সমস্ত কিছুর জোগান তিনি দিতে চান। থাকবে অলঙ্কারও। এ ছাড়াও বিয়েবাড়িতে যাওয়ার জন্য যিনি যেমন সাজগোজ চাইবেন, তিনি তেমনটাই তৈরি করে দেবেন।

নবিয়া মোটেও পছন্দ করে কাপড় কিনে নেওয়ার দোকান নয়। নবিয়া-তে মূলত জোর দেওয়া হয় ডিজাইনিংয়ে। পিয়াদেবী নিজেই ডিজাইন করেন। তাই তিনি জোর দিয়েই বলেন, ‘আমার প্রতিটি সৃষ্টি এক্সট্রা অর্ডিনারি। একটা করেই পোশাক তৈরি করি। ফলে কারও পরিধানের সঙ্গে হুবহু মিলে যাওয়ার সম্ভাবনা নেই।’ তাঁর দাবি, ‘আমার হাতের ব্লাউজ পরে গেলেই মানুষ জানতে চান নবিয়া-য় তৈরি কিনা!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker