India & World UpdatesSportsBreaking News

পুরস্কার বিক্রি করে করোনা তহবিলে টাকা দিলেন অর্জুন ভাটি
Golfer Arjun Bhatti raises 4.30 lakh by selling his 120 trophies, donates to PM-CARES

৮ এপ্রিল: নিজের পুরস্কার বিক্রি করে পিএম কেয়ার্স ফান্ডে আর্থিক অনুদান দিলেন যুবা গলফ খেলোয়াড় অর্জুন ভাটি৷ টুইট করে প্রশংসা করলেন খোদ প্রধানমন্ত্রীও। দশ বা কুড়ি নয়, জুনিয়র গ্রুপের এই গলফ খেলোয়াড় মোট ৪ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছেন অনুদান বাবদ। আসলে, ব্যক্তিগত বা সম্মিলিত ভাবেই হোক করোনা সঙ্কট মোকাবিলায় যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেমন এগিয়ে আসছেন সচেতন নাগরিকরা, তেমনি শিশু-কিশোররাও পিছিয়ে নয়। দৃষ্টান্ত রাখছে তাঁরা। পিএম কেয়ার্স ফান্ডে আর্থিক অনুদান, করোনা সংক্রমণ প্রতিরোধে জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের সরাসরি সহায়তা, দুঃস্থদের খাবার বিতরণ এসবের মাধ্যমে সামাজিক দায়-দায়িত্ব পালনের বিষয় রোজই সামনে উঠে আসছে।

Rananuj

আর এই বিপর্যয়ের দিনে অন্যদের মতো এগিয়ে এলেন গলফ খেলোয়াড় অর্জুন ভাটিও। তবে, দেশের জন্য তাঁর ভাবাবেগটা ছিল পুরো আলাদা। অর্জুন তাঁর স্বীকৃতিকেই বলতে গেলে উৎসর্গ করে দিয়েছেন মানুষের সেবায়। নিজের মতো করে টাকা জোগাড় করতে গত আট বছরে জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জয়ী হয়ে পাওয়া ১০২ টি ট্রফি বিক্রি করেছেন এই খেলোয়াড়। পেয়েছেন মোট ৪ লক্ষ ৩০ হাজার। আর পুরোটাই দান করেছেন পিএম কেয়ার্স ফান্ডে। অর্জুনের এই সেবাধর্মী ভাবনায় গর্বিত তাঁর গোটা পরিবার, ক্রীড়ামহল সহ পরিচিতজনেরা। এ দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অর্জুনের এই মন-মানসিকতার কদর করলেন খুব। টুইট করে মোদি বলেন, অর্জুন ভাটির মতো যুবাদের এমন ভাবনাই করোনা মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার। বড় সম্পদ ও ভরসার জায়গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker