India & World UpdatesBreaking News
Goddess Lakshmi on banknotes could ‘improve the condition of Indian currency’: Subramanian Swamyভারতীয় নোটে লক্ষীর ফটো ছাপার পরামর্শ দিলেন বিজেপি নেতা সুব্রহ্মণিয়ম স্বামী
১৬ জানুয়ারি : আমেরিকান ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার অভাবনীয় পতন কীভাবে মোকাবিলা করা যায়, এ নিয়ে এক অদ্ভুত পরামর্শ দিলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণিয়ম স্বামী। ভারতীয় অর্থনীতিকে সুস্থির অবস্থায় আনার জন্য তিনি নোটের মধ্যে দেবী লক্ষীর ছবি ছাপার পরামর্শ দিয়েছেন।
বুধবার মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। ইন্দোনেশিয়ায় নোটে ভগবান গণেশের ছবি ছাপা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রষনের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিতে পারবেন। অবশ্য আমি এর পক্ষে রয়েছি, কারণ ভগবান গণেশ সব বাধা দূর করেন। তবে ভারতীয় নোটে লক্ষীর ফটো ছাপা হলে দেশের অর্থনীতি ঘুরে আসতে পারে। এ নিয়ে কারোর খারাপ পাওয়ার কোনও কথা নয়।
উল্লেখ্য হাভার্ডের ইকোনমিস্ট সুব্রহ্মণিয়ম স্বামী ভারতীয় অর্থনীতি নিয়ে এর আগেও সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেছিলেন। আর এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি বিভিন্ন সময়ে একাধিক পরামর্শ প্রদান করেছেন।
এই অনুষ্ঠানে বিজেপি নেতা স্বামী নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কেও নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, এই আইন নিয়ে আপত্তি করার কিছুই নেই। তাঁর কথায়, এর আগেও কংগ্রেস নেতা তথা তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্থানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য সংসদে আবেদন জানিয়েছিলেন।
Got the new notes. Jai ma Lakshmi. pic.twitter.com/YISAOAoOwE
— chikoo ➐ (@tweeterrant) January 16, 2020