Barak UpdatesBreaking News
অসহিষ্ণুতারই খণ্ডচিত্র, বললেন শ্রীজাত
Glimpse of intolerance, says Srijato

শ্রীজাত
খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল শিলচরে। এক শৈল্পিক সংস্থার অনুষ্ঠানে এসেছিলাম। সকালেই পৌঁছে যাই। দুপুর থেকে নানা কথা ছড়াতে থাকে। তবু অনুষ্ঠান সুন্দর এগোচ্ছিল। আচমকা বহিরাগতরা অনভিপ্রেত মঞ্চে ওঠে। বক্তব্য রাখতে চায়। সুযোগ পেয়েই অযাচিতভাবে প্রশ্ন করতে শুরু করে। আয়োজকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শিলচরের গণ্যমান্য মানুষরা তখন ভেতরে। সবাই এই ধরনের ঘটনার আপত্তি জানান। তার পরেই বহিরাগতরা বাইরে গিয়ে স্লোগান দেয়। হোটেলেও ভাঙচুর চালায়। ততপরতার সঙ্গে অবশ্য প্রশাসন সেখানে হাজির হয়। সুরক্ষার বেষ্টনীতে আমায় রাখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে আমার খবর নিলেন্রু
পড়ুন: শ্রীজাত’র অনুষ্ঠান ঘিরে উত্তেজনা শিলচরে
কেন এমনটা ঘটল, বলা মুশকিল। পেছনে নিশ্চয়ই অন্য কোনও উদ্দেশ্য ছিল। আর এখন তো চারপাশেই ওই এক আবহ। তাই একেও অসহিষ্ণুতার খণ্ডচিত্র হিসেবেই দেখছি।
(এটি কলকাতার এক সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর টেলিফোনে বার্তালাপ)