India & World UpdatesBreaking News
করোনা আতঙ্কে জার্মান মন্ত্রীর আত্মহত্যা
German minister commits suicide due to corona scare

৩০ মার্চ: করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে আত্মহত্যা করলেন জার্মানির এক মন্ত্রী৷ রেললাইনের উপর থেকে উদ্ধার হল জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফারের ছিন্নভিন্ন দেহ।
ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাঁকে শনাক্ত করা যায়নি।চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কী ভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার। করোনা ঠেকাতে আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিতে দেখা যায় তাঁকে।