Barak UpdatesBreaking News
ন্যায্যমূল্যের দোকান থেকে উদ্ধার জিলেটিন স্টিক
Gelatin sticks recovered from grocery shop

১৯ জুন : ধলাইয়ের ভাগা জিপির রাজঘাট দ্বিতীয় খণ্ডের হবিবুর রহমান লস্কর নামে এক ডিলারের বাড়ি থেকে কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়েছে। গোপনসূত্রে খবর পেয়ে সিআরপিএফ জওয়ানরা তার দোকানে তল্লাশি চালিয়ে এই বিস্ফোরকগুলো উদ্ধার করেছে। উদ্ধারের পর জওয়ানরা বিস্ফোরক সামগ্রীগুলো ধলাই থানায় সমঝে দিয়েছে।
এদিকে হবিবুর রহমান চান্নিঘাট গ্রামের বাসিন্দা কবীর আহমেদ লস্করকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করে তিনি বলেছেন, তাকে ফাঁসাতেই কবীর তাঁর ন্যায্যমূল্যের দোকানে এই সামগ্রীগুলো রেখেছিল। হবিবুর জানান, সিআরপিএফ জওয়ানরা প্রথমে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু কিছুই উদ্ধার হয়নি। পরে তাঁর ন্যায্যমূল্যের দোকান থেকে কয়েকটি জিলেটিন স্টিক বের করে আনে আধা সামরিক বাহিনীর জওয়ানরা।