India & World UpdatesAnalyticsBreaking News
চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে : রাজনাথ সিং
৮ জুন : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার বলেছেন, চীনের সঙ্গে ভারতের সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনা ইতিবাচক হয়েছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপির মহারাষ্ট্র জনসংবাদ সমাবেশকে সম্বোধন করে মন্ত্রী আরও বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারত-চীন সীমান্তের পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে উঠলেও ভারতের গৌরব যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে নিশ্চিত করবে।
রাজনাথ সিং বলেন, “ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটিকে সমাধান করতে চাই।” তিনি আরও বলেন, “চীনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।৬ জুনের আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল এবং উভয় দেশ চলমান অস্থির অবস্থার সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে’। তিনি বলেন, “আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে দেশের নেতৃত্ব শক্ত হাতে রয়েছে এবং আমরা ভারতের অহংকার ও স্বার্থপরতার বিষয়ে কোনও আপস করব না।” প্রতিরক্ষামন্ত্রী বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কিছু বিরোধী নেতা ভারত-চীন সীমান্তে কী ঘটছে সে সম্পর্কে সরকারের স্পষ্টতা চেয়েছিলেন।