Barak Updates
দিগরখালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিতFree eye camp held by Lions at Digorkhal
৬ জুলাইঃ লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় শনিবার এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্টিত হয়। দিগরখাল এম ই স্কুলে বিনামূল্যে অনুষ্ঠিত ওই শিবির সকাল ১১টায় আরম্ভ হয়। দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী জানান শিবিরে ১২১জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়া ৪৭ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ২৫ জন ছানিপড়া চক্ষু রোগীকে অপারেশনের জন্য ওই দিন শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আগামীতে এভাবে অন্যান্য এলাকায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে জানান সুব্রত চক্রবর্তী। শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন ডঃ পি কে সিং ও ডঃ দীপ পান্ডে। শিবিরে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সহ সমাজ উন্নয়ন সংস্থার সংস্থার সম্পাদক ঋতিন্দ্র পাল, নিত্যানন্দ বৈষ্ণব ও বিশ্বেশ্বর দাস উপস্থিত ছিলেন।