Barak UpdatesBreaking News

নামি কোম্পানির এজেন্ট সেজে প্রতারণা শিলচরে, গ্রেফতার ১
Fraudster nabbed for looting people in guise of agent of branded company

২৭ ডিসেম্বর : ফের গ্রাহকের অর্থ জমা রাখার নামে প্রতারণা শহরে। এ বার প্রতারক দুটি নামি কোম্পানির এজেন্ট সেজে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তবে শেষরক্ষা অবশ্য হয়নি। এক গ্রাহকের সঙ্গে ঝগড়ার সূত্রে পুলিশ যায় শিলচরের বিলপারে থাকা ওই চিটফান্ড কোম্পানির অফিসে। এতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে।

Rananuj

প্রতারিত কয়েকজন গ্রাহকের অভিযোগ অনুযায়ী, শিবতোষ দেবরায় নামে এক ব্যক্তি প্রায় বছর খানেক ধরে মোটা টাকা ঋণ দেওয়ার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করেছে। বরাকের বিভিন্ন এলাকা থেকে সে নানা অজুহাতে প্রায় দু’শ ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়।বিপরীতে অবশ্য বিড়লা ও ল্যান্ডিংকার্ট নামের দুটি নামি কোম্পানির সার্টিফিকেট দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এভাবেই দু’জন গ্রাহককে প্রতারণার ফন্দি এটেছিল সে। তারা ঋণের টাকা আদায় করতে শিবতোষের কার্যালয়ে গেলে তাদেরও মোটা অঙ্কের অর্থ জমা রাখার কথা বলে। এ নিয়ে প্রতারকের সঙ্গে ওই দুই গ্রাহকের ঝগড়া বাধে। ক্রমে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। তাদের অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ এসে শিবতোষকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাকে জেরা করার পরই পুলিশ এই বড়মাপের প্রতারণার খবর জানতে পারে। আমানতকারীরা জানান, শিবতোষের অফিসে বেশ কয়েকজন কর্মীও রয়েছেন। এখবর লেখা পর্যন্ত ধৃত ব্যক্তিকে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।

December 27: Silchar again witnessed an incident of financial forgery whereby a fraudster in the guise of an agent of two reputed companies collected multiple lakhs of rupees from many customers. However, he failed to digest the hard earned money of the people. On the issue of a quarrel with a customer, police reached the office of the chit fund situated at Bilpar area of Silchar on Thursday. That was enough to unearth the fraud carried on by the man.

As per the statement of some of the customers who became victims of the fraudster, a man called Shibtosh Debroy was collecting huge amount of money on the pretext of availing them a fat amount of loan. He was alleged to have carrying on this fraud business since around one year. He has played fraud with around 200 people from various parts of Barak Valley. All have became victims of his plan getting assured that they will be getting loan from reputed firms. He has given the customers certificates in the name of Birla and Lendingkar companies.

On Thursday evening, when two such customers approached him for loan, he demanded a fat amount as security. This led to alteration of words between the customers and the fraudster. The argument gradually led to physical abuse. On receiving complaint from the customers, police came to his office and arrested him. On interrogation, police came to know of the huge scale fraud that he was carrying on in the name of two companies. His customers informed that there were also some staff in his office. Till the writing of this news, police were carrying on their interrogation for more details.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker