Barak UpdatesBreaking News
প্রাক্তন সাংসদ মণিকুমার সুব্বা প্রয়াত
Former MP Manikumar Subba passes away

২৭ মে : প্রাক্তন কংগ্রেসি সাংসদ মণিকুমার সুব্বা প্রয়াত হয়েছেন। সোমবার ভোরে নতুন দিল্লির এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হওয়ায় পক্ষাঘাতে দিল্লির চিকিতসালয়ে ছিলেন তিনি। ২০১৪ সালে নির্বাচনী প্রচার চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
১৯৯৮ সাল থেকে ২০০৯ পর্যন্ত তেজপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ ছিলেন। এর আগে তিনি নাওবৈসা কেন্দ্র থেকে তিনি বিধায়কও ছিলেন। প্রাকতন কংগ্রেসি সাংসদ সুব্বার জন্ম ১৯৫৮ সালের ১৬ মার্চ দার্জিলিঙে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মণিকুমার সুব্বার মৃত্যুতে রাজনোইতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।