India & World UpdatesBreaking News
মারা গেলেন জর্জ ফার্নান্ডেজFormer Minister George Fernandes dies at 88
২৯ জানুয়ারিঃ প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পার্কিসন্স সহ অন্য আরও কিছু জটিল রোগে ভুগছিলেন। আর দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জর্জ ফার্নান্ডেজ। বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেন, ‘ভারতের একজন সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিনিধিত্ব করেছেন জর্জ সাহেব’।
তাঁর মৃতুতে গভীর শোক ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দেশের প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেন।
প্রসঙ্গত, অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০১-২০০৪ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৯-র ঐতিহাসিক কার্গিল যুদ্ধেও প্রতিরক্ষামন্ত্রীর পদে থেকে লড়াইয়ের ময়দানে থাকা সেনা জওয়ানদের মনোবল বাড়িয়েছেন।
প্রসঙ্গত, অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০১-২০০৪ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৯-র ঐতিহাসিক কার্গিল যুদ্ধেও প্রতিরক্ষামন্ত্রীর পদে থেকে লড়াইয়ের ময়দানে থাকা সেনা জওয়ানদের মনোবল বাড়িয়েছেন।
কর্ণাটক ম্যাঙ্গালোরের বাসিন্দা ফার্নান্ডেজ জনতাদলের অন্যতম কর্মকর্তা ছিলেন। ১৯৯৪ সালে সমতা পার্টি প্রতিষ্ঠা করেন। মোরারাজি দেশাইর মন্ত্রিসভায়ও সদস্য ছিলেন।
২০১০ সাল থেকেই একের পর এক আলজাইমার, পার্কিসন্স ও সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত হন। শয্যাশায়ী ছিলেন। শেষপর্যন্ত চিকিৎসায় আর সাড়া মেলেনি। মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জর্জ ফার্নান্ডেজ।