India & World UpdatesAnalytics

Former LS Speaker Somnath Chatterjee passes away at 89
লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় প্রয়াত


লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় আজ সকাল ৮ টায় কলকাতার এক হাসপাতালে প্রয়াত হয়েছেন। মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যা হওয়ার পর গত জুন মাসের শেষ থেকে তিনি হাসপাতালে ছিলেন। গত ২৯ জুলাই তিনি ৮৯ তম জন্মদিন পালন করেছেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি লোকসভার অধ্যক্ষ পদে ছিলেন। ১৯৬৮ সাল থেকে ৪০ বছর ধরে তিনি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সদস্য ছিলেন। দলের হয়ে তিনি মোট ১০ বার লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন। একজন সুবক্তা হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি ছিল।
সোমনাথ চট্টোপাধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর উত্তীর্ণ। এরপর ইংল্যান্ডে থাকার সময়ই একজন সুবক্তা হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধুমাত্র ১৯৮৪ সালেই যাদবপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালে তিনি এমন কিছু করেছিলেন যা জ্যোতি বসুও করেননি। ওই সময় কেন্দ্রে প্রথম ইউপিএ সরকার ছিল এবং সোমনাথ ছিলেন লোকসভার অধ্যক্ষ। দল তাঁকে নির্দেশ দিয়েছিল যে, তিনি যেন অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন, যাতে তিনি সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারেন। কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় তা করেননি। সে সময় তিনি বলেছিলেন, তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকেই লোকসভার অধ্যক্ষ পদে রয়েছেন। এরপরই সিপিএম তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল।

এ ঘটনার পর প্রথমদিকে তিনি চুপচাপই ছিলেন, কিন্তু পরবর্তীতে বলেছেন, এই সময়টাই ছিল তাঁর জীবনের দুঃখতম অধ্যায়।
পরবর্তীতে অবশ্য তাঁকে দলে ফেরানো নিয়ে পার্টির অন্দরেই অনেক কথা হয়েছে যা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিফলিত হয়েছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


Former Lok Sabha Speaker Somnath Chatterjee passed away at 89 in a nursing home at Kolkata on Monday at 8.15 AM. The veteran politician had been put on ventilator support after being readmitted to the hospital following kidney ailments.

Chatterjee who has served for over four decades in active politics, had served as the Lok Sabha Speaker from 2004-2009. A lawyer by profession, he joined active politics and won respect from all parties alike.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker