Barak UpdatesBreaking News

গোর্খা নয়, বাঙালিদের জন্যই ফরেনার্স ট্রাইব্যুনাল, অসমকে জানাল কেন্দ্র
Foreigners’ Tribunal not for Gurkhas but for Bengalis: Union Government

১১ অক্টোবর: গোর্খা বা অন্য কোনও জনগোষ্ঠী নয়, বাঙালিদের জন্যই ফরেনার্স ট্রাইব্যুনাল, প্রায় স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার অসম সরকারকে চিঠি লিখে মন্ত্রকের পক্ষে বলা হয়েছে, ১৯৮৫ সালে নাগরিকত্ব আইন সংশোধনের ঠিক আগে যারা বাংলাদেশের মতো ভূখণ্ড থেকে ভারতে প্রবেশ করেছে মূলত তাদের মামলাই ফরেনার্স ট্রাইব্যুনালে যাবে। আর যাবে যারা কোনভাবেই ভারতীয় নাগরিক নন, তাদের মামলাগুলি।

অল আসাম গোর্খা স্টুডেন্টস ইউনিয়নের এক প্রতিনিধি দল কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে এনআরসি ইস্যুতে কথা বলে। অভিযোগ করে, বহু গোর্খার নাম খসড়ায় বাদ পড়েছে। এই প্রসঙ্গেই মন্ত্রক অসম সরকারকে জানিয়েছে, সংবিধান গৃহীত হওয়ার সময়ে যেসব গোর্খা ভারতে বসবাস করছিলেন, তারা অবশ্যই ভারতীয়।

এ ছাড়া, জন্মসূত্রে অনেকে ভারতীয় হয়েছেন। রেজিস্ট্রেশন করেও হয়েছেন অনেকে। তাদের মামলা ফরেনার্স ট্রাইব্যুনালে যায় না বলেই জানিয়েছে স্বরাষ্ট্র বিভাগ। তাদের কথায়, নেপালি সম্প্রদায়ের গোর্খারা যারা সড়ক বা আকাশপথে নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন, পাসপোর্ট-ভিসা না থাকলেও তারা অবৈধ অনুপ্রবেশকারী নন। কতদিন ধরে এ দেশে রয়েছেন, তা বিচার্য নয়। নেপালি পাসপোর্ট, নেপাল নির্বাচন কমিশনের সচিত্র পরিচয় পত্রও তাদের জন্য বৈধ নথি বলেই গৃহীত হবে। ১০ বছরের কম বয়সের শিশুদের কোনও নথিপত্রের দরকার নেই। ১০ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে নিজের বা পিতা-মাতার ট্রাভেল ডকুমেন্ট বা স্কুল প্রধান স্বাক্ষরিত সচিত্র পরিচয় পত্র থাকলেই যথেষ্ট।

অসম সরকারকে লেখা স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বার্তায় আরও বলা হয়েছে, ১৯৫০ সালে স্বাক্ষরিত ভারত-নেপাল চুক্তি অনুযায়ীই গোর্খাদের নাগরিকত্ব সংক্রান্ত মামলা ফরেনার্স ট্রাইব্যুনালে যাবে না।

October 11: The Foreigners’ Tribunal is not for the Gorkhas, but for the Bengalees. The Union Home Ministry has almost in clear terms informed this matter. In a letter addressed to the Government of Assam, the Home Ministry stated that those cases will primarily be raised in the Foreigners’ Tribunal who has entered India from countries like Bangladesh just before the Citizenship Amendment Act, 1985. Along with this category of persons, the cases of those who are in no way citizens of India will also be dealt by the Foreigners’ Tribunal.

A few days ago, a delegation of All Assam Gorkha Students’ Union met Home Minister Rajnath Singh in matters related to NRC. They alleged that the names of many Gorkhas have been excluded from the final draft of NRC. It is in this context that the Home Ministry has informed the Assam government that those Gurkhas who were residing in India while the constitution of India was adopted are definitely Indians.

Apart from this, many have become Indian by birth, while some others have acquired Indian citizenship by registration. The Home Ministry has informed that their case does not go to Foreigners’ Tribunal. As per their version, the Gorkhas who belong to the Nepali community and have crossed the border via land or air routes and have entered India will not be treated as infiltrators even if they do not possess passport or visa. The time spans of their residence in India will not be criteria of awarding citizenship to these people. Passport issued by the state of Nepal or Photo Identity Voter Card will be regarded as valid document in their case. Children below the age of 10 years will not require any documents. For those whose age is between 10 to 18 years, for them their or their parent’s travel document or any document with photograph signed by the Headmaster of the school will be sufficient to prove their citizenship.

In the letter written to the Government of Assam by the Home Ministry, it was further stated that as per the Indo-Nepal Treaty of 1950, cases related to the citizenship of the Gorkhas will not go to the Foreigners’ Tribunal.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker