Barak UpdatesBreaking News

কাগজ কল নিয়ে যৌথ মঞ্চের কনভেনশন সোমবার
For revival of HPC, convention to be held by Joint Forum on 20 May

১৮ মে : বরাক উপত্যকার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পাঁচগ্রাম কাগজ কলের বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য একটি গণ কনভেনশনের আয়োজন করেছে কাগজ কল বাঁচাও যৌথ মঞ্চ।আগামী ২০ মে সোমবার সকাল সাড়ে দশটায় শিলচর গান্ধীভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, এই কনভেনশনে কর্মীদের এবং মিলের ওপর নির্ভরশীল মানুষদের সংকটের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে। তাছাড়া কাগজ কলের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এর ভবিষ্যৎ কর্মপন্থাও স্থির করা হবে বলে মঞ্চ জানিয়েছে।

Rananuj

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অন্তর্গত পাঁচগ্রাম ও জাগীরোড কাগজ কলের উৎপাদন এবং কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। এরই মধ্যে অপুষ্টি, অনাহার ও চিকিৎসার অভাবে অর্ধশতাধিক কর্মচারী প্রাণ হারিয়েছেন। যৌথ মঞ্চ অভিযোগ করে বলেছে, একদিকে কাগজ কলকে দেউলিয়া ঘোষণা করে তার সম্পত্তি বিক্রি করার চেষ্টা চলছে। অন্যদিকে, গত আর্থিক বাজেটে কাগজ কল কর্মীদের কয়েক মাসের বেতন বাবদ যে ৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকাও কেন্দ্র সরকার অন্য খাতে খরচ করেছে।

মঞ্চের পক্ষ থেকে বরাক উপত্যকার জনগণকে এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যদের রাজনীতির উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার জন্য এই কনভেনশনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker