NE UpdatesBarak UpdatesBreaking News

বিটেক, এমটেক ডিগ্রির জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকতে বললেন ওএনজিসি সিএমডি
For acquiring B.Tech & M.Tech degrees one should be grateful to God, asserts CMD of ONGC

২ নভেম্বর: শুধু বিজ্ঞান-প্রযুক্তিতে ভরসা রাখলে হবে না৷ বিটেক, এমটেকের ডিগ্রির জন্য ঈশ্বরের প্রতিও কৃতজ্ঞ থাকতে হবে৷ শিলচর এনআইটির সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে এসে কথাগুলি বললেন ওএনজিসি-র চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর শশী শংকর৷

তাঁর কথায়, এই ডিগ্রি পাওয়ার জন্য মা-বাবার প্রতি কৃতজ্ঞ থাকবে৷ শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞ থাকা চাই৷ তবে মনে রেখো, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই৷ তিনিই তোমাদের আজকের অবস্থায় পৌঁছানোর সুযোগ করে দিয়েছেন৷ তাঁর জন্যই পৃথিবীর অন্য অনেকের চেয়ে তুমি ভাল অবস্থায়৷’ তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং পাসের পর কাজের জন্য ছেলেমেয়েদের সামনে বিরাট ক্ষেত্র পড়ে রয়েছে৷ বিগ ডাটা অ্যানালাইটিকস, ন্যানো টেকনোলজি, ইন্টারনেট এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে তিনি সদ্য-ডিগ্রিপ্রাপ্তদের পরামর্শ দেন৷ অন্যদিকে, প্রথম চন্দ্রযান অভিযানের প্রধান বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামী নতুন কিছু করতে বলেন তাদের৷ তিনি শোনান, নিজের উদ্ভাবনী শক্তিকে এমন কাজে লাগাবে, যাতে সমাজ নতুন বিষয় খুঁজে পায়৷’

এ দিন শিলচর এনআইটি থেকে মোট ৮৮৬জনকে ডিগ্রি প্রদান করা হয়৷ এর মধ্যে রয়েছে বিটেক, এম টেক, পিএইচডি, এমএসসি এবং এমবিএ ডিগ্রি৷

এ দিনের সমাবর্তনে প্রথম ব্যাচের ছাত্র সুধীরকুমার সিংহও উপস্থিত ছিলেন৷ তখন এই প্রতিষ্ঠানের নাম ছিল শিলচর রিজিয়নাল ইঞ্জিনিয়ারিং কলেজ৷ সুধীরবাবু ন্যাশনাল ইনস্টিটিউট অব সোলার এনার্জির অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল৷ প্রাক্তনী হিসেবে উপস্থিত ছিলেন ঊষা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট রোহিত মাথুরও৷ তারা শিলচর এনআইটির সুনামের উল্লেখ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker