NE UpdatesBarak UpdatesBreaking News
আলফা স্বাধীনের দুর্ধর্ষ ক্যাডার গ্রেফতার
Hardcore ULFA(I) cadre nabbed by army

১৭ জুলাইঃ আসামের তিনসুকিয়া জেলার সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের জয়রাপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন আলফা স্বাধীনের এক দুর্ধর্ষ ক্যাডারকে আটক করেছে সেনা জওয়ানরা। আসাম রাইফেলস-এর টহলরত জওয়ানরা ধর্মজিৎ বৈশ্য নামে আলফা স্বাধীনের এই সদস্যকে আটক করে। ধর্মজিত উদালগুড়ি জেলার নাহরবাড়ি গ্রামের বাসিন্দা।
একটি সূত্রে জানা গেছে, ধর্মজিৎ বৈশ্য মায়ান্মারের আলফা স্বাধীনের শিবির থেকে পালিয়ে এসেছে। বর্তমানে জয়রাপুরের আসাম রাইফেলস শিবিরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে জওয়ানরা। উল্লেখ্য, গত ছয় মাসে মায়ান্মারে থাকা আলফা স্বাধীনের শিবির থেকে বেশকিছু সংখ্যক ক্যাডার পালিয়ে এসে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এদিকে এ সপ্তাহেই আসাম অরুণাচল সীমান্ত থেকে এনএসসিএন আইএম গোষ্ঠীর এক স্বঘোষিত মেজরকে অস্ত্রশস্ত্রসহ আটক করে নিরাপত্তা জওয়ানরা।