Barak UpdatesBreaking News
করিমগঞ্জ স্টেশন রোডে আগুন, ৫টি বাড়ি পুড়ে ছাই
Fire breaks out at Karimganj, 5 houses burnt

৯ সেপ্টেম্বরঃ করিমগঞ্জ শহরের স্টেশন রোডে সোমবার দুপুর আড়াইটা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা বিধ্বংসী চেহারা নেয়। ৫টি বাড়ির যাবতীয় জিনিসপত্র ভস্মীভূত হয়। দমকল বাহিনী দ্রুত গিয়ে আগুন আয়ত্তে আনে। এলপিজি সিলিন্ডার ফেটেই এই অঘটন বলে অনুমান করা হচ্ছে।