Barak UpdatesBreaking News

স্বাধীনবাজারে পঞ্চায়েত সদস্যকে তুলে আনতেই থানা ঘেরাও
Mob gheraoes police station on allegation of arrest of Panchayat member

৫ ফেব্রুয়ারিঃ  সোনাই বিধানসভা এলাকার স্বাধীনবাজার পঞ্চায়েতের এক গ্রুপ মেম্বারকে সোমবার রাতে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যায় সিআরপিএফ। অভিযোগ, শাহানুর আলমের গোয়ালঘরে বেশ কিছু হেরোইন লুকিয়ে রাখা ছিল। ২৬টি কৌটায় সেগুলো পাওয়া যায়। সঙ্গে ছিল একটি হাতে তৈরি বন্দুক। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সিআরপি জওয়ানরা সোমবার রাতে তার বাড়িতে তল্লাশি চালায়।

এরপরই একাংশ এলাকাবাসী কচুদরম থানায় গিয়ে বিক্ষোভ দেখায়। শাহনুর আলমকে নির্দোষ দাবি করে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। ক্ষিপ্ত জনতা এক সময় থানায় ঢুকে কিছু আসবাবপত্রও ভাঙচুর করে।

তাঁদের বক্তব্য, রবিবার গ্রুপ মেম্বারদের বৈঠকে শাহনুরকে পঞ্চায়েত উপসভাপতি মনোনীত করা হয়। বুধবার তার শপথ নেওয়ার কথা। এরই মধ্যে সোমবার রাতে তাকে ধরে নিয়ে যাওয়া রহস্যজনক। তারা অভিযোগ করেন, পঞ্চায়েতের উপসভাপতি মনোনয়নে গোষ্ঠী বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। সিআরপিকে কেউ ব্যবহার করেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, শাহনুর আলমকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছিল।


English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker